সহরায় উপলক্ষ্যে ডগর টুডুর নিজের কণ্ঠে গাওয়া নতুন গান রিলিজ হচ্ছে| গানটি লিখেছেন সূর্যনারায়ণ টুডু, সংগীত দিয়েছেন দুর্গেশ| গানটি রেকর্ডিং হয়েছে বারিপাদার স্তুতি অডিও স্টুডিওতে| আদিবাসী সাঁওতাল সমাজের সংস্কৃতিকে এই ভাবেই সবার সামনে তুলে ধরার কাজ করে যান শিল্পী ডগর টুডু ও তার সহযোগীরা| অভিনন্দন জানাই শিল্পী ডগর টুডু ও তার সহযোগীদের|