লিখেছেন – প্রদীপ কুমার হাঁসদা ভারতীয় সংবিধান রচনার সময় মোট ৮টি তপশীল ছিল (বর্তমানে ১২টি তপশীল আছে), যার মধ্যে ২ তপশীলই শুধুমাত্র আদিবাসীদের জন্য রচিত – ১) পঞ্চম তপশীল ও ২) ষষ্ঠ তপশীল| পঞ্চম ও ষষ্ঠ তপশীলে আদিবাসীদের স্বশাসন ও জমির অধিকারের কথা সংবিধানে লেখা আছে| পশ্চিমবঙ্গ রাজ্যে পঞ্চম ও ষষ্ঠ তপশীল এলাকা নেই কিন্তু […]
ভারতের মুল ভূখণ্ডের আদিবাসী বা তফশিলী উপজাতি অধ্যুষিত অঞ্চলগুলিতে আদিবাসী বা তফশিলী উপজাতিদের স্বশাসন দেবার ব্যবস্থা করা হয়েছে ভারতীয় সংবিধানের পঞ্চম তফশিলের মাধ্যমে। ভারতীয় সংবিধানের ২৪৪(১) নং ধারা অনুসারে আদিবাসী অধ্যুষিত রাজ্যে লাগু করা হয় পঞ্চম তফশিল। কোন রাজ্যের তফশিলী উপজাতি অধ্যুষিত এলাকার শাসনকার্য পরিচালনার জন্য রাষ্ট্রপতি বা রাজ্যপালের পরামর্শ অনুযায়ী সেই এলাকার অবস্থার নিরিখে […]