আদিবাসী-মূলবাসী সমাজকে সর্বক্ষেত্রে এগিয়ে আনতে নিজস্ব তিনটি সংগঠন করতে হবে – ১) সামাজিক সংগঠন, ২) অর্থনৈতিক বা বাণিজ্যিক সংগঠন ও ৩) রাজনৈতিক সংগঠন।
১) সামাজিক সংগঠন।
মূল সামাজিক সংগঠন – সারা ভারত সিধু কানহু গাঁওতা।
আদিবাসী-মুলবাসী সংগঠন যৌথ ফোরাম। (পশ্চিমবাংলার সমস্ত আদিবাসী-মুলবাসী সংগঠনগুলিকে নিয়ে যৌথ ফোরাম গড়তে চাই। এই ফোরামের সাথে যুক্ত হতে ইচ্ছুক আদিবাসী-মুলবাসী সংগঠনগুলি তাদের নাম নথিভুক্তি করতে যোগাযোগ করুন)
২) অর্থনৈতিক বা বাণিজ্যিক সংগঠন।
কোন সমাজ প্রকৃত উন্নতি করতে পারে না, যদি না তাঁর নিজস্ব অর্থনৈতিক ভিত্তি থাকে। আদিবাসী-মুলবাসী সমাজের অর্থনৈতিক ভিত্তি শক্ত করতে অর্থনৈতিক বা বানিজ্য সংগঠন দরকার।
মূল অর্থনৈতিক সংগঠন – West Bengal Adibasi-Mulbasi Chamber of Commerce।
Kolkata Wholesale Consumers Cooperative Society।
West Bengal Land & Housing Development Cooperative Society।
West Bengal Tribal Land & Housing Development Cooperative Society।
৩) রাজনৈতিক।
আদিবাসী-মুলবাসী সমাজের ভাগ্য ফেরাতে দরকার নিজস্ব রাজনৈতিক দল যে আদিবাসী-মুলবাসী সমাজের স্বার্থে কাজ করবে। সকলের সহযোগিতা পেলে আগামী দিনে আদিবাসী-মূলবাসী সমাজের নিজস্ব রাজনৈতিক দল “আদিবাসী-মুলবাসী ঝাড়খণ্ড পার্টি (Adibasi-Mulbasi Jharkhand Party)“ গঠনের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।