LOADING

লকডাউনে গরীব মানুষদের ত্রাণ তুলে দিচ্ছে স্বরাজ ইন্ডিয়া দল|

Spread the love

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে গত সোমবার (২৩/০৩/২০২০) বিকেল ৫ টা থেকে পশ্চিমবঙ্গ জুড়ে লকডাউন শুরু হয়| লকডাউনের কারণে গরীব সাধারণ খেটে খাওয়া মানুষেরা খুব সমস্যায় পড়েছেন| এই অবস্থায় বেশ কিছু মানুষ ও সংস্থা গরীব সাধারণ খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াচ্ছে ও ত্রাণ বিতরণ করছে|
ঝাড়গ্রাম জেলায় নবগঠিত রাজনৈতিক দল স্বরাজ ইন্ডিয়া (Swaraj India) বেশ কিছু গরীব সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করছে| স্বরাজ ইন্ডিয়া দলের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে স্বরাজ ইন্ডিয়া দলের ঝাড়গ্রাম শাখার পক্ষ থেকে গত কয়েকদিন ধরেই জেলার প্রান্তিক ও অসহায় মানুষে কে খাদ্য ত্রাণ পৌঁছনোর কাজ চলছে। গত ০৫ ই এপ্রিল, ২০২০ ঝাড়গ্রাম পৌরসভা এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের নৃপেণ পল্লী, গাইঘাটা, বাছুরডোবা সহ বেশ কয়েকটি এলাকার ৭৮ টি পরিবারের হাতে চাল, ডাল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন দলের জেলা সহ-সভাপতি অশোক মাহাতো সহ সুজয় ঘোষ, অরিন্দম দত্তরা। সৌম্য, সোমনাথ, তাপস ও সন্দ্বীপ কৃষ্ণের মতো বহু স্থানীয় যুবক এই মানবিক কাজে সহায়তা করেছেন।
করোনা মোকাবিলায় দেশ জুড়ে লকডাউন এর মধ্যেই চলছে দুস্থ ও বিপন্ন মানুষদের পাশে দাঁড়ানোর কাজ। সরকারি উদ্যগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও চলছে ত্রাণের কাজ। স্বরাজ ইন্ডিয়া সেই উদ্যোগে অংশগ্রহণ করছে সারা দেশে। আগামী দিনে ঝাড়গ্রাম জেলায় আরও বেশী ত্রাণের কাজের প্রস্তুতি নিচ্ছে স্বরাজ ইন্ডিয়া।

Loading