LOADING

মালদা জেলায় প্রভাব বিস্তার ঝাড়খণ্ড মুক্তি মোর্চার|

Spread the love
একসময় মালদা জেলায় আদিবাসী-মূলবাসীদের মধ্যে দারুন প্রভাব বিস্তার করেছিল প্রাত্তন সাংসদ শালখান মুর্মু নেতৃত্বাধীন ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান| এই দুই সংগঠনের প্রভাব বিস্তার শুরু হয়েছিল মালদা জেলার গাজোল ব্লক পান্ডুয়া অঞ্চল চিনিদানা গ্রাম থেকে। এই দুই সংগঠন ধীরে ধীরে জেলার বিভিন্ন ব্লকে ছড়িয়ে পড়লেও সবথেকে তার প্রভাব ছিল গাজোল ব্লকে। প্রথম দিকে এই দুই সংগঠন আদিবাসী-মূলবাসী এবং সমাজে পিছিয়ে পড়া অসহায় দরিদ্র মানুষের জন্য প্রচুর কাজ করলেও পরবর্তীতে এই দুই সংগঠনের সুপ্রিমো তথা শালখান মুর্মু নিজে বার বার দলবদল করায় ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযানের কর্মী সমর্থকেরা হতাশ হয়ে পড়েন| এই অবস্থায় তাই ঝাড়খণ্ড দিশম পার্টিতে থাকা কর্মীবৃন্দরা নিজেদের আত্মপরিচিতি বজায় রাখতে ঝাড়খন্ড মুক্তি মোর্চা দলে যোগদান করতে শুরু করেছে। ১৫/১০/২০১৯ তারিখ মঙ্গলবার চিনিদানা গ্রাম থেকে প্রায় 33 টি পরিবার ঝাড়খন্ড মুক্তি মোর্চায় সামিল হয়। গত ২৫/০৯/২০১৯ বুধবার গাজোল ব্লকের অন্তর্গত মাজরা গ্রাম পঞ্চায়েতের হিরণ ডাঙ্গা গ্রামে 29 টি পরিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় শামিল হয়। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মালদা জেলা সভাপতি সোমনাথ হেমরম ও সম্পাদক রবি কিস্কু, গাজোল ব্লক সভাপতি জসেফ কিস্কু, সম্পাদক নারান টুডু, সহ-সম্পাদক জয়দেব কর্মকার সহ মাঝড়া অঞ্চল নেতৃবৃন্দ। গত ২২/০৯/২০১৯ ও ১৫/১০/২০১৯ তারিখ মিলিয়ে গাজোল ব্লক চাকনগর গ্রাম পঞ্চায়েতের চাকনগর গ্রামের ৭০ টি পরিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় সামিল হয়। গত ১৪/০৯/২০১৯ শনিবার গাজোল ব্লকের গাজোল-২ অঞ্চলের ফতেপুর গ্রামে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সভা অনুষ্ঠিত হয়| এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলার সভাপতি সোমনাথ হেমব্রম মহাশয়, সহ সম্পাদক অমিল কিস্কু মহাশয়, গাজোল ব্লক সভাপতি যোশেফ কিস্কু মহাশয়, সম্পাদক নারান টুডু মহাশয়, সহ সম্পাদক জয়দেব কর্মকার মহাশয়। এই সভায় ১৭টা পরিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলে যোগদান করেন। সবার হাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পতাকা তুলে দেন মালদা জেলা সভাপতি সোমনাথ হেমব্রম মহাশয়| গত ২৭/০৮/২০১৯ মঙ্গলবার গাজোল ব্লকের গাজোল-২ অঞ্চলের মিরজাতপুর গ্রামে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গাজোল ব্লক সভাপতি যোশেফ কিস্কু মহাশয়ের হাত ধরে ২৫টি পরিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতে যোগদান করেন। গত ২৬ /০৮/২০১৯ সোমবার গাজোল ব্লকের গাজোল-২ নম্বর গ্রাম পঞ্চায়েত মুসিধাব গ্রামে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গ্রাম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রায় ৮৫ টি পরিবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চায় যোগদান করে। গত ২১/০৮/২০১৯ বুধবার গাজোল মুক্তি পেলেস & লজে অনুষ্ঠিত হয় ঝাড়খণ্ড মুক্তি মোর্চার মালদা জেলা কমিটির সাধারণ কর্মী সভা| আগামী ২০২১ সালের পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের রণকৌশল মজবুত করতে এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের নীতি আদর্শ সকল সাধারণ মানুষের কাছে কি ভাবে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয়| এই সভায় দলের সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের মালদা জেলা সভাপতি সোমনাথ হেমব্রম মহাশয়ের হাত ধরে বহু সংখ্যক মানুষ ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলে যোগদান করেন। এদের মধ্যে ছিলেন ঝাড়খণ্ড দিশোম পার্টির মালদা জেলা কমিটির প্রথম কোষাধ্যক্ষ অনিল কিস্কু মহাশয়, যার নেতৃত্বে মালদা জেলায় এক সময় লড়াই করার জায়গা তৈরী করেছিল ঝাড়খণ্ড দিশোম পার্টি| সংগ্রামী নেতা অনিল কিস্কু মহাশয়ের হাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পতাকা তুলে দেন মালদা জেলা সভাপতি সোমনাথ হেমব্রম মহাশয়। এদিনেই যোগদান করেন সালাইডাঙ্গা অঞ্চলের লড়াকু নেতা জয়দেব মুর্মু মহাশয়। জয়দেব মহাশয়ের হাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পতাকা তুলে দেন গাজোল ব্লক সভাপতি যোশেফ কিস্কু মহাশয়। যোগ দেন গাজোল-২ অঞ্চলের কয়েক জন লড়াকু নেতা। সবার হাতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার পতাকা তুলে দেন গাজোল ব্লক সহ সভাপতি অনিল মির্ধা মহাশয়। এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা কমিটির সম্পাদক রবি কিস্কু মহাশয়, সহ সভাপতি মানিক মুর্মু মহাশয়। গাজোল ব্লক সম্পাদক নারান টুডু মহাশয়, সহ সম্পাদক জয়দেব কর্মকার মহাশয়, কোষাধ্যক্ষ অজিত মুর্মু মহাশয়। আরো উপস্থিত ছিলেন অঞ্চল নেতৃত্ব রাজীব সরেন,সুশিল মুর্মু, লিপসন হেমব্রম, মঙ্গলু মুর্মু, মাইকেল মুর্মু, চৈতন্য বেসরা, মোহন মুর্মু, মসারফ মুদি, সুকুমার টুডু, সমাই মুর্মু, শিবলাল মার্ডি, আরো অনেকে। ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট ভারত বর্ষ স্বাধীন হওয়ার পরেও ভারতবর্ষের বুকে অসহায় দরিদ্র মেহনতী মানুষ বিশেষ করে পিছিয়ে পড়া আদিবাসীরা আজ নিজেদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাই জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সকল শ্রেণীর মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনার জন্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আন্দোলনে নেমেছে বলে জানাচ্ছেন দলের সংগঠকরা| ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের সুপ্রিমো দিশম গুরু শিবু সরেনের নীতি আদর্শের পথে দল এগিয়ে যাবে বলে জানাচ্ছেন সমর্থকেরা|

Loading