ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বাবা তিলকা মাঝি মুর্ম্মূ এর মূর্তি ৯ই আগস্ট ২০২১ বিশ্ব আদিবাসী দিবসে মেদিনীপুর জেলা কুইকোটা খেরওয়াল গাঁওতা (তিলকৌডি) এর তত্ত্বাবধানে উদ্বোধন হতে চলেছে।
প্রধান অতিথি ও উন্মোচক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বন প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিশেষ অতিথি হিসেবে অজিত মাইতি (বিধায়ক পিংলা) ও জুন মালিয়া (বিধায়িকা মেদিনীপুর) এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ ভূবন চন্দ্র হাঁসদা (মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম মেদিনীপুর জেলা) ও রবীন্দ্রনাথ মুর্ম্মূ (অবিভক্ত মেদিনীপুর জেলা পারগানা ভারত জাকাত মাঝি পারগানা মহল)।
সংবাদ সৌজন্য – সমাজ সাড়িম পত্রিকা|