১৫ থেকে ৩৫ বছরের মধ্যে গ্রামের দরিদ্র যুবগোষ্টির সার্বিক উন্নয়ন এবং কর্মসিংস্থানের জন্যই দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা চালু করা হয়েছে । থাকছে বিভিন্নরকম হাতের কাজের প্রশিক্ষনের ব্যবস্থাও । তিনমাসের প্রশিক্ষন নিলে মাসে মূন্যতম ৬ হাজার টাকা রোজগারের গ্যারান্টি শতকরা ৭৫ ভাগ । কাজ পাওয়ার পরেও এই যোজনার তরফ থেকে অতিরিক্ত প্রশিক্ষন এবং অন্যান্য সুযোগসুবিধা দেওয়া হবে । গ্রামীণ জীবনধারা এবং দরিদ্রশ্রেণীর দ্রুত উন্নয়নের জন্য এই যোজনা । তাই একে বলা হচ্ছে “আজীবিকা”|
বিশদ জানতে লগ অন করুন :- Http://ddugky.gov.in
প্রচারে – ভারত দিশম মাঝি মাডোয়া ও পশ্চিমবাংলা আদিবাসী মূলবাসী সমাজ|