LOADING

দিল্লীতে আদিবাসীদের সংগঠিত করবে ঝাড়খণ্ড পার্টি|

Spread the love

ভারতের রাজধানী দিল্লীতে প্রায় ১০ লক্ষ আদিবাসীদের বসবাস| ভারতের বিভিন্ন রাজ্য থেকে কাজের সন্ধানে দিল্লীতে গিয়েছেন আদিবাসীরা| কেউ গিয়েছেন সরকারী চাকরি করতে তো কেউ গিয়েছেন বেসরকারী ক্ষেত্রে কাজ করতে| সরকারি চাকুরিরত ছাড়া দিল্লী রাজ্যে বসবাসকারী কোনো আদিবাসীর তপশিলী উপজাতি বা Scheduled Tribe সার্টিফিকেট নেই| দিল্লী রাজ্য সরকার জানিয়ে দিয়েছে যে দিল্লী রাজ্য কোনো তপশিলী উপজাতি বা Scheduled Tribe মানুষ নেই| তাই দিল্লী রাজ্যে কোনো আদিবাসী অত্যাচারিত, লাঞ্ছিত, প্রতারিত হলে SC/ST Atrocity Act এর সুরক্ষা পায় না বলে অভিযোগ| কেন্দ্রীয় ও দিল্লী রাজ্য সরকারের আদিবাসী কল্যান দফতরের তরফ থেকেও কোনো সুযোগ সুবিধে দিল্লীতে বসবাসকারী আদিবাসীরা পায় না বলে অভিযোগ|
বেসরকারি ক্ষেত্রে আদিবাসীদের উপর প্রচুর অত্যাচার হয় দিল্লী রাজ্যে বলে অভিযোগ| বিশেষ করে গৃহপরিচারিকার কাজে নিযুক্ত নাবালিকা আদিবাসী কিশোরীদের উপর| দিল্লী রাজ্যে গৃহপরিচারিকার কাজ করার জন্য কাজের মেয়ে পাওয়া খুূব মুসকিল, আর পাওয়া গেলেও তাদের বেতনের দাবী অনেক| তাই বিভিন্ন প্লেসমেন্ট এজেন্সি পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারত থেকে গরীব পরিবারের মেয়েদের ভাল কাজ ও ভাল বেতনের লোভ দেখিয়ে দিল্লী নিয়ে এসে বিভিন্ন পরিবারে, হোটেলে, রেস্টুরেন্টে গৃহপরিচারিকার কাজে নিযুক্ত করে বলে অভিযোগ| এই সব মেয়েদের অধিকাংশ নাবালিকা ও আদিবাসী পরিবারের| এই সব পরিবারে, হোটেলে, রেস্টুরেন্টে গৃহপরিচারিকার কাজে নিযুক্ত আদিবাসী মেয়েদের ওপর প্রায়ই অত্যাচার, লাঞ্ছণা, প্রতারণা করা হলেও SC/ST Atrocity Act এর সুরক্ষা পায় না| আবার নির্মাণ কার্য সহ বিভিন্ন কায়িক পরিশ্রমের কাজে প্রচুর আদিবাসী যুক্ত আছেন| এই সব ক্ষেত্রেও নিযুক্ত আদিবাসীদের ওপর প্রায়ই অত্যাচার, লাঞ্ছণা, প্রতারণা করা হয় কিন্তু তারাও SC/ST Atrocity Act এর সুরক্ষা পায় না|
তপশিলী উপজাতি বা Scheduled Tribe সার্টিফিকেট না থাকার কারণে দিল্লীতে বসবাসকারী আদিবাসীরা কেন্দ্রীয় ও দিল্লী রাজ্য সরকারের আদিবাসী কল্যান দফতরের কোনো সুযোগ সুবিধে পায় না| জনসংখ্যায় প্রায় ১০ লক্ষ হলেও দিল্লীর কোনো রাজনৈতিক আদিবাসীদের পাত্তা দেয়নি আজ পর্যন্ত| কিন্তু সম্প্রতি ঝাড়খণ্ড পার্টি দিল্লীতে বসবাসকারী ১০ লক্ষ আদিবাসীদের সংগঠিত করার কথা চিন্তা ভাবনা শুরু করেছে| এই বার দেখা যাক দিল্লীতে বসবাসকারী ১০ লক্ষ আদিবাসীদের সুদিন আসে কিনা|

Loading