বাঁকুড়া শহরের বাস স্ট্যান্ড থেকে গোবিন্দ নগর হাসপাতাল যাবার রাস্তার পাশে আদিবাসী উন্নয়ন সমবায় নিগম বা Tribal Development Cooperative Corporation (TDCC) এর পক্ষ থেকে স্টল নির্মান করা হয়েছিল| স্থানীয় আদিবাসীদের অভিযোগ এই স্টলগুলি আদিবাসী বেকার যুবকদের মধ্যে বন্টনের জন্য তৈরী হলেও অ-আদিবাসীদের মধ্যে বন্টনের প্রচেষ্টা চলছিল| ক্ষুদ্ধ আদিবাসীরা গত ০২ রা ডিসেম্বর ২০১৯ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম বা Tribal Development Cooperative Corporation (TDCC) এর আঞ্চলিক অফিসে গিয়ে বিক্ষোভ দেখান| অল আদিবাসী সাঁওতাল ছাত্র সংগঠনের পক্ষ থেকে ফেসবুক লাইভের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়| আদিবাসীদের বিক্ষোভের চাপে TDCC এর আঞ্চলিক ম্যনেজার অনির্দিষ্ট কালের জন্য স্টল বন্টন বন্ধ রাখার কথা ঘোষনা করেন|