LOADING

ঝাড়খণ্ড পার্টি (নরেন) এর কর্মী শুকলাল টুডুর শহীদ দিবস উদযাপন|

Spread the love
ঝাড়খণ্ড পার্টি (নরেন) এর কর্মী প্রয়াত শুকলাল টুডুর শহীদ দিবস উদযাপন হচ্ছে আজ ০৮/১০/২০১৯ ঝাড়গ্রাম জেলার জাম্বনি ব্লকের ৫ নং অঞ্চলের অস্তি গ্রামে| তখন আনুমানিক ১৯৯৩ -৯৪ সাল, বতর্মান ঝাড়গ্ৰাম জেলার জাম্বনী ব্লক। ঝাড়খণ্ড পার্টি (নরেন) এর সভাপতি নরেন হাঁসদা ধড়সা,পড়িহাটী এর মাঝখানে ৩০ শে জুন হুল দিবসে জনসভার ডাক দিয়েছিলেন। সেই জনসভা বাতিলের চেষ্টা চালায় তৎকালীন শাসকদল CPIM পার্টির ক্যাডাররা| সেই ঐতিহাসিক দিনে CPIM র সঙ্গে ঝাড়খণ্ড পার্টি (নরেন) এর কর্মী সমর্থকদের তুমুল লড়াই হয়। এই লড়াইয়ের নায়ক বা মূল নেতৃত্বেকারী ছিলেন প্রয়াত শুকলাল টুডু। ৮ ই অক্টোবর, ২০০১ সালের এই দিনটিতে ঝাড়খণ্ড পার্টি (নরেন) এর জাম্বনী ব্লকের লড়াকু নেতা ও তৎকালীন জাম্বনি পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের কর্ম‍্যাধক্ষ শুকলাল টুডুকে চিল্কীগড় বাজারে দুষ্কৃতীরা গুলি করে খুন করে| অভিযোগ ওঠে যে দুষ্কৃতীরা CPIM পার্টির আশ্রীত ছিল| সেই থেকে স্থানীয় মানুষেরা ও প্রয়াত শুকলাল টুডুর অনুগামীরা প্রত্যেক বছর এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে আসছে। আজ মৃত্যু দিবসে এই বীর ঝাড়খণ্ডী শহীদকে শ্রদ্ধা জানাই| জয় ঝাড়খণ্ড|

Loading