LOADING

আদিবাসী ডেভেলপমেন্ট ফান্ড এর ত্রাণ বিতরণ|

Spread the love

আজ ১২ ই এপ্রিল, ২০২০ (রবিবার) ঝাড়গ্রাম শহর সংলগ্ন আদিবাসী গ্রাম দুলকিডি তে ত্রাণ বিতরণ করলেন আদিবাসী ডেভেলপমেন্ট ফান্ড (Adibasi Development Fund) এর সদস্যগণ|

উপস্থিত ছিলেন আদিবাসী ডেভেলপমেন্ট ফান্ড এর প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা ও ঝাড়গ্রাম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাত্তন পৌরপিতা শ্যামপদ টুডু|


বর্তমানে মহামারি করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন শুরু হয়েছে| এই লকডাউনের কারণে চরম সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাই গরীব মানুষেরা| এর পরিপ্রেক্ষিত গত ৬ ই এপ্রিল, ২০২০ সামাজিক মাধ্যম ফেসবুকে আদিবাসী ডেভেলপমেন্ট ফান্ড (Adibasi Development Fund) গঠনের প্রস্তাব দিয়ে একটা পোষ্ট করেন বিশিষ্ট আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা|

ফেসবুক পোষ্ট এর মাধ্যমে আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা বর্তমান পরিস্থিতিতে বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াতে Adibasi Development Fund গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন ও সংরক্ষণের সুবিধে গ্রহণকারী আদিবাসী মানুষদের গরীব দিন আনি দিন খাই মানুষদের পাশে দাঁড়াতে আবেদন জানান|


আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা তাঁর ফেসবুক আবেদনে জানান যে করোনা ভাইরাসের মোকাবিলায় বর্তমানে চলা লকডাউনের কথা কেও ভাবেনি| সরকারি চাকুরিজীবিদের সেইরকম অসুবিধে হয়নি, কিন্তু দিন আনা দিন খাই গরীব খেটে খাওয়া মানুষেরা চরম অসহায় অবস্থার মধ্যে পড়েছেন|

সরকারি রেশন ও কিছু সংস্থা, মানুষ অসহায় মানুষদের সাহায্য করলেও তা যথেষ্ট নয়| আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সামান্য শতাংশ চাকরি করলেও দিন আনা দিন খাই গরীব খেটে খাওয়া মানুষের সংখ্যা প্রচুর|


আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদার আবেদনে সাড়া দিয়ে বেশ কিছু সংখ্যক আদিবাসী শিক্ষক, সরকারী কর্মচারী, কলেজ ছাত্র-ছাত্রী, বেকার যুবক যুবতীরা তাঁদের সাধ্যমতন অর্থ সাহায্য পাঠিয়েছেন| টাকা পাঠানোদের তালিকায় আছেন সাঁওতালি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা ডগর টুডুও|


আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা তাঁর ফেসবুক আবেদনে আরো জানান যে বর্তমানে লকডাউন চলার কারণে একসাথে আলোচনায় বসে যৌথ ব্যাংক একাউন্ট বা Adibasi Development Fund এর নামে ব্যাংক একাউন্ট খোলা সম্ভব নয় তাই নিজের ব্যাক্তিগত ব্যাংক একাউন্টেই টাকা পাঠাতে অনুরোধ করেন| সেই সঙ্গে আবেদন জানান যে যারা টাকা পাঠাবেন, তারা অবশ্যই টাকা পাঠানোর রসিদ বা Screenshot পাঠাবেন|

লকডাউন শেষ হলে অবশ্যই সকলে মিলে একসাথে বসে যৌথ ব্যাংক একাউন্ট বা Adibasi Development Fund এর নামে ব্যাংক একাউন্ট খোলা হবে|
টাকা পাঠানোর জন্য আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদার ব্যাংক ডিটেলস হল –
Name – Pradip Kumar Hansda, A/c No. 11282578158, State Bank of India, Jhargram Branch, IFSC Code SBIN0000103,
আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদার ফোন নম্বর হল ৭২৭৮৫৮৭০২৮| কারোর কোন কিছু জানার প্রয়োজন হলে ফোন করে জেনে নিতে পারেন|


আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা আরো জানান যে এই Adibasi Development Fund আগামী দিনেও সক্রিয় থাকবে| বর্তমানে করোনা ভাইরাসের কারণে ভূক্তভুগী গরীব মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করলেও আগামীদিনে Adibasi Development Fund নিম্নলিখিত কাজগুলি করার উদ্যোগ নেবে –
১) এক ভাগ বর্তমান পরিস্থিতে করোনা ভাইরাসের কারণে বিপদে পড়া সাধারণ মানুষদের খাদ্যদব্য দিয়ে সাহায্য করা,
২) দ্বিতীয় ভাগ দরিদ্র আদিবাসী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করার জন্য,
৩) তৃতীয় ভাগ আদিবাসী সমাজের মাঝি বাবা দের সাহায্য করার জন্য ও আদিবাসীদের জাহের থান বা পুজো স্থল সংস্কার করার জন্য,
৪) চতুর্থ ভাগ আদিবাসী সমাজের নিজস্ব সংবাদ মাধ্যম প্রকাশ করার জন্য, এবং
৫) পঞ্চম ভাগ আদিবাসী সমাজের বিভিন্ন মামলা-মকর্দমায় সাহায্য করার জন্য।


আজকে দুলকিডি গ্রামে ত্রাণ বিতরণের পর প্রদীপ বাবু জানান যে দুলকিডি গ্রামের মানুষদের আর্থিক অবস্থা খুব খারাপ| এই গ্রামের সমস্ত বাসিন্দারা আদিবাসী সম্প্রদায়ভুক্ত| ঝাড়গ্রাম শহরের ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন গ্রাম হলেও, গ্রামে পাকা রাস্তা নেই, অধিকাংশ বাসিন্দার বাড়িতে শৌচাগারও নেই| এক কথায় বলা যেতে পারে যে দুলকিডি গ্রামের বাসিন্দারা নেই রাজ্যের বাসিন্দা|


যে সমস্ত সহৃদয় ব্যাক্তিরা ফেসবুক পোষ্টের আবেদনে সাড়া দিয়ে টাকা পাঠিয়েছেন তাঁদের অশেষ ধন্যবাদ জানিয়েছেন আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা| প্রদীপ বাবু বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন সাঁওতালি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা ডগর টুডু, শ্যামল মুরমু, মোহন ও অন্যান্যদের|


আদিবাসী ডেভেলপমেন্ট ফান্ড (Adibasi Development Fund) এর প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা এও জানান যে আজ ১২ ই এপ্রিল, ২০২০ থেকেই বাস্তবিক ভাবে আদিবাসী ডেভেলপমেন্ট ফান্ড (Adibasi Development Fund) পথ চলা শুরু করলো| সহৃদয় মানুষেরা আমাদের যত বেশী করে টাকা পাঠাবেন, আমরাও তত বেশী করে গরীব মানুষদের সাহায্য করতে পারব|

Loading