LOADING

ST -র দাবীকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে বিভিন্ন কুড়মী সংগঠনের সমন্বয় বৈঠক

Spread the love

ঝাড়গ্রাম, ৩রা আগস্ট : আজ ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি হলে পশ্চিমবঙ্গের কুড়মী জনজাতি সংগঠনগুলি এবং সমাজের বিশিষ্ট সমাজকর্মীদের নিয়ে একটি কুড়মী সমন্বয় বিষয়ক আলোচনা হয়। এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিল কুড়মী সমাজ, কুড়মী সেনা ও আদিবাসী জনজাতি কুড়মী সমাজ সহ বিভিন্ন বিশিষ্ট সমাজকর্মীবৃন্দ। মূলত কুড়মী জনজাতিদের দীর্ঘদিনের বঞ্চনার দাবীকে সামনে রেখে জঙ্গলমহলের চারটি জেলার প্রতিনিধিবর্গদের নিয়ে এই সমন্বয় আলোচনা হয় ও একটি অস্থায়ী কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে এই কমিটিতে রয়েছেন – মনোরঞ্জন মাহাত (যুগ্ম আহ্বায়ক), সুশীল কুমার মাহাত (যুগ্ম আহ্বায়ক), রাজেশ মাহাত (রাজ্য সভাপতি, কুড়মি সমাজ), সব্যসাচী মাহাত (সদস্য, কুড়মি সমাজ), অশোক মাহাত (রাজ্য সম্পাদক, আদিবাসী জনজাতি কুড়মি সমাজ), লক্ষ্মীকান্ত সিংহ মাহাত (সদস্য, আদিবাসী জনজাতি কুড়মি সমাজ), রবীন্দ্রনাথ মাহাত (সভাপতি, কুড়মি সেনা), সহদেব মাহাত (সদস্য, কুড়মি সেনা), শ্যামল কুমার মাহাত (সমাজকর্মী) ও চিন্ময় মাহাত (সমাজকর্মী)। এই মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া নেন মনোরঞ্জন মাহাত, সামাজিক মাধ্যমে প্রচারের দায়িত্ব দেওয়া হয়- অরূপ মাহাত ও অভিজিৎ মাহাতকে।


আজকের সিদ্ধান্ত অনুসারে, আগামী দিনে এই সমন্বয় মঞ্চ ঐক্যবদ্ধ আন্দোলন কর্মসূচী নিতে চলেছে খুব তাড়াতাড়ি। আজ সভায় সকল প্রতিনিধি ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তোলেন ‘ডু অর ডাই’ এবং বিধানসভাকে সামনে রেখে সেই আন্দোলনকে আরো তীব্র করতে চাইছে সমন্বয় মঞ্চের নেতৃত্ব। আজকের নবগঠিত “কুড়মী সমন্বয় মঞ্চ” থেকে সংগঠনের মুখপাত্র মনোরঞ্জন মাহাত বাবু বলেন, ‘আমাদের কুড়মী জনজাতি গোষ্ঠীকে অগনতান্ত্রিক ভাবে বাদ দেওয়া হয়েছে। তাই আমরা কোন কথা শুনতে চাই যেকোন ভাবে আমাদের পুনরায় ST তালিকাভুক্ত করতে হবে। নাহলে আগামী বিধানসভা নির্বাচনে চূড়ান্ত পদক্ষেপ নিতে চলেছে এই সমন্বয় মঞ্চ।’ এই সমন্বয় মঞ্চ খুব দ্রুত জেলার প্রতি ব্লকে এবং প্রতি অঞ্চলে পৌঁছে যাবে সেই আশায় দেখছে সমন্বয় মঞ্চের নেতৃত্বরা
সংবাদ সূত্র – কুড়মি সমাজ|

Loading