রাজ্য বিজেপির সভাপতি ও মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী দিলীপ ঘোষের কাছে কুড়মি জাতিকে পুনরায় Scheduled Tribe (ST) বা তপশিলী উপজাতি তালিকাভূক্তি করতে উদ্যোগী হবার অনুরোধ জানাল কুড়মি সমাজের একাংশ|
গত রবিবার ০৩/১১/২০১৯ দিলীপ ঘোষের খড়গপুরের অফিসে গিয়ে এই অনুরোধ জানানো হয় কুড়মিদের এক সামাজিক সংগঠন “আদিবাসী কুড়মি সমাজ” এর পক্ষ থেকে|
দিলীপ ঘোষের সঙ্গে এই আলোচনায় উপস্থিত ছিলেন “আদিবাসী কুড়মি সমাজ” সংগঠনের মূল খুঁটি মূলমান্তা শ্রী অজিত প্রসাদ মাহাত, শশাঙ্ক শেখর মাহাত, অনুপ মাহাত, মনোরঞ্জন মাহাত প্রমুখ|
রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কুড়মিদের আশ্বাস করে জানান যে আগামী শীতকালীন অধিবেশনে কুড়মিদের ST সংক্রান্ত বিষয় সংসদে উত্থাপন করা হবে|
প্রসঙ্গত উল্লেখ্য যে বেশ কয়েক দশক ধরে কুড়মিরা সরকারি তালিকা ভুক্ত আদিবাসী বা Scheduled Tribe (ST) হওযার জন্য আন্দোলন করে আসছেন| ১৮৬৫ সালে ব্রিটিশ সরকার কুড়মি জাতিকে Notified Tribe হিসেবে তালিকাভূক্ত করে| ১৯১৩ সালে ব্রিটিশ সরকার কুড়মি জাতিকে Primitive Tribe হিসেবে তালিকাভূক্ত করে| কিন্তু ১৯৩১ সালের জনগণনায় ব্রিটিশ সরকার কুড়মি জাতিকে Tribe এর তালিকা থেকে বাতিল করে| ভারত স্বাধীনতা লাভ করার পর ১৯৫০ সালে প্রকাশিত Scheduled Tribe এর তালিকা থেকেও কুড়মি জাতিকে বাদ দেওয়া হয়|
এর প্রতিবাদে ও পুনরায় Scheduled Tribe এর তালিকা ভুক্ত হওযার জন্য কুড়মি জাতির লোকেরা দীর্ঘ কাল যাবত আন্দোলন করে আসছেন|