আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ করল তপশীলি ফেডারেশন (Tapasili Federation)। পাশ করা এবং সংরক্ষিত শূন্য আসন পুরন করার দাবীতে আগামী ৯ ই ডিসেম্বর ২০২০ বুধবার বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত সল্টলেক বিকাশ ভবনের সামনে ধর্না দেবে তপশীলি ফেডারেশন| সেইসঙ্গে রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনকরজী, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়জী এবং শিক্ষা মন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি মহাশয় ও জাতীয় তপশিলি কমিশনে স্বারকলিপি প্রদান করা হবে তপশীলি ফেডারেশনের পক্ষ থেকে| সমস্ত বঞ্চিত ছাত্র ছাত্রী, অভিবাবক, সংগঠক নেতৃত্বদের এই ধর্না ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য আবেদন জানিয়েছে তপশীলি ফেডারেশনের নেতৃত্ব|