LOADING

DSPM বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে জয়ী আদিবাসী ছাত্র সংঘ|

Spread the love
  গত ২৬ সেপ্টাম্বর, ২০১৯ অনুষ্ঠিত রাঁচির ডা: শ্যামা প্রসাদ মুখার্জ্জী (DSPMU) বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের জন্য জয়ী হল স্বাধীন ছাত্র সংগঠন আদিবাসী ছাত্র সংঘ| মোট ৫টি আসনের মধ্যে ৪টি তে জয়ী হয়েছে আদিবাসী ছাত্র সংঘ| একটি আসনে জয়ী হয়েছে বিজেপি-আরএসএস সমর্থক ছাত্র সংগঠন এবিভিপি| সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এবিভিপির প্রনব কুমার| সহসভাপতি, সচিব, সহসচিব ও যুগ্মসচিব পদে জয়ী হয়েছেন আদিবাসী ছাত্র সংঘের অভিষেক মিঞ্জ, অমনদীপ মুন্ডা, অরবিন্দ লাকড়া ও বসন্ত ওরাঁও| ২০১৭ সালে রাঁচি কলেজ বিশ্ববিদ্যালয় স্তরে উন্নীত হয়েছিল| ২০১৮ সালের প্রথম ছাত্র সংসদ নির্বাচনেও জয়ী হয়েছিল আদিবাসী ছাত্র সংঘ| মোট ৫ আসনের মধ্যে তিনটি আসনে জয়ী হয়েছিল আদিবাসী ছাত্র সংঘ, একটি করে আসনে জয়ী হয়েছিল এবিভিপি ও ঝাড়খণ্ড মুক্তি মোর্চার ছাত্র সংগঠন ঝাড়খণ্ড ছাত্র মোর্চা| সংবাদ সুত্র – প্রভাত খবর|

Loading