LOADING

CAB নিয়ে আদিবাসী MLA/MP দের বক্তব্য কি?

Spread the love

রাজ্যসভায় প্রথমবার সাঁওতালি ভাষায় বক্তব্য রাখার জন্য আপনাকে সেলাম জানাই সরোজনী হেমব্রম মহাশয়া| কিন্তু Citizen Amendment Bill (CAB) বা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে আপনার মতামত জানতে পারলাম না| CAB আদিবাসীদের জন্য ভাল না খারাপ সেই বিষয়ে আদিবাসী MLA/MP দের মতামত জানতে চাই| নাকি অধিকাংশ আদিবাসী সামাজিক সংগঠনের মত আদিবাসী রাজনৈতিক নেতারাও মনে করেন যে ভাষা সংস্কৃতি নিয়ে আদিবাসীদের মাতিয়ে রাখতে পারলে আদিবাসীদের সমস্ত সমস্যার সমাধান হবে| সত্যি কি তাই হয় ? CAB আইন ৬ ষষ্ট তপশীল এলাকায় প্রযোজ্য হবে না জানার পর কেন দাবী করলেন না যে এই CAB আইন ৫ম তপশীল এলাকায় প্রযোজ্য হবে না| আর পার্শ্ববর্তী দেশ থেকে অত্যাচারিত বিতাড়িত হয়ে কোনো আদিবাসী জনগোষ্ঠী যদি ভারতে আসতে চায়, তাহলে তারা কি ভারতের নাগরিকত্ব পাবে? কারণ আদিবাসীরা হিন্দু নন| অবশ্য খৃষ্টান ধর্মে ধর্মান্তরিত আদিবাসীরা ভারতের নাগরিকত্ব পেতেই পারেন| নাকি ভারতের নাগরিকত্ব পেতে পার্শ্ববর্তী দেশ থেকে অত্যাচারিত বিতাড়িত আদিবাসী দের হিন্দু ধর্মে ধর্মান্তরিত হতে হবে ?

Loading