LOADING

Adibasi Development Fund এর পক্ষ থেকে দ্বিতীয় দফার কম্বল বিতরণ|

Spread the love

জোহার ও নমস্কার বন্ধুরা| আজ ২৪ শে জানুয়ারি, ২০২১ আঁধারিয়া গ্রাম পঞ্চায়েতের অধীন আদিবাসী গ্রাম রঘুনাথপুরে বয়স্ক ও দুঃস্থ মানুষদের মধ্যে দ্বিতীয় দফার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করল আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থা|

এর আগে গত ২০ শে জানুয়ারি ঝাড়গ্রাম শহর সংলগ্ন গাইঘাটা ও দুলকিডি গ্রামে বয়স্ক ও দুঃস্থ মানুষদের মধ্যে প্রথম দফার শীতবস্ত্র বিতরণ করেছিল আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থা|


মহামারি করোনা ভাইরাসের কারণে লকডাউনের সময় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের মাধ্যমে পথ চলা শুরু করেছিল আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থাটি| অনেক মানুষের ভালবাসা, সহযোগীতা ও আর্থিক সাহায্যের মাধ্যমে নিজের চলার পথ চালু রেখেছে আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থাটি|


লকডাউনের সময় অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণের পর গতবছর পূজোর সময় দুঃস্থ ও অসহায় বৃদ্ধাদের মধ্যে নতুন শাড়ি বিতরণ করেছিল আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থাটি|

আবার সকল সহৃদয় মানুষদের আর্থিক সহায়তায় এই শীতকালে দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে প্রথম দফার শীতের কম্বল বিতরণ করল আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থা|

যে সমস্ত সহৃদয় মানুষজন আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থাটিকে বিশ্বাস করে আর্থিক সাহায্য পাঠিয়েছেন তাঁদের অনেক অনেক ধন্যবাদ জানাই ও আগামীদিনে এই ভাবেই পাশে থাকার অনুরোধ জানাই|


দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থাকতে ইচ্ছুক সকল মানুষদের প্রতি অনুরোধ আপনারা আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থায় যোগ দিন|

আদিবাসী ডেভেলপমেন্ট ফাণ্ড (Adibasi Development Fund) সংস্থার সেবাকার্য দেখতে ও জানতে Adibasi Development Fund ফেসবুক ও WhatsApp group এ যোগদান করুন|

কারোর কোন কিছু জানার প্রয়োজন হলে আমাকে ফোন করে জেনে নিতে পারেন| আমার ফোন ও WhatsApp নম্বর হল 7278587028


আশা করি আগামীদিনে আরো বেশী করে সহৃদয় মানুষেরা Adibasi Development Fund সংস্থাটির পাশে থাকবেন, আরো বেশী করে টাকা পাঠাবেন, যাতে Adibasi Development Fund সংস্থাটি আরো বেশী করে বিপদে পড়া মানুষদের সাহায্য করতে পারে| ধন্যবাদ|

Loading