আজ ২৩ শে ফেব্রুয়ারি, ২০২০ (রবিবার), ঝাড়খণ্ড পার্টি, পশ্চিমবাংলা রাজ্য কমিটির খসড়া সদস্য তালিকা প্রকাশ করা হল| সভানেত্রী মনোনীত হয়েছেন উমা হেমরম (পশ্চিম মেদিনীপুর জেলা), সম্পাদক মনোনীত হয়েছেন অশোক তরু মল্লিক (পূর্ব বর্ধমান জেলা), কোষাধক্ষ্য মনোনীত হয়েছেন বলরাম টুডু (পশ্চিম মেদিনীপুর জেলা)| মোট ৯ টি জেলা থেকে রাজ্য কমিটিতে সদস্য নেওয়া হয়েছে| পরবর্তীকালে অবশ্য সংযোজন ও বিয়োজনের সুযোগ আছে| ঝাড়খণ্ড পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে অনুমোদন হয়ে এলে প্রস্তাবিত পশ্চিমবাংলা রাজ্য কমিটির সদস্যরা স্থায়ী হিসেবে বিবেচিত হবেন|
ঝাড়খণ্ড পার্টি, পশ্চিমবাংলা রাজ্য কমিটির খসড়া সদস্য তালিকা –
A. Jhargram district.
B. Paschim Medinipur district.
C. Purulia district.
D. Bankura district.
E. Malda district.
F. Murshidabad district.
G. Hooghly district.
H. Purba Bardhaman district.
I. Paschim Bardhaman district.
J. General members.