তপশিলী উপজাতি বা Scheduled Tribe (ST) তালিকায় অন্তরভূক্তির দাবীতে পশ্চিমবাংলার রাজ্যপাল মাননীয় জগদীপ ধনকড় মহাশয়কে স্মারকলিপি দিল কুড়মি মাহাতদের এক সামাজিক সংগঠন “কুড়মি সমাজ, পশ্চিমবঙ্গ”| প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেন কুড়মী সমাজ, পশ্চিমবঙ্গ সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাত মহাশয়|
আজ ২০ শে ডিসেম্বর, ২০১৯ শুক্রবার কুড়মী সমাজ, পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পশ্চিমবাংলার মাননীয় রাজ্যপালের নিকট এই স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কুড়মী সমাজ, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া ও কলকাতার সদস্যগণ|
রাজ্যপাল এবং প্রতিনিধি দলের মধ্যে ৪৫ মিনিট ধরে আলোচনা হয়| এই আলোচনায় মহামান্য রাজ্যপাল ধৈর্য ও গুরুত্ব সহকারে মন দিয়ে প্রতিনিধিদের আন্দোলন ও দাবীর কথা শোনেন৷ মহামান্য রাজ্যপাল বলেন তিনি কুড়মী জাতির দীর্ঘ আন্দোলনের বিষয়ে পূর্ব অবগত রয়েছেন৷ পশ্চিমবাংলা সরকার কতৃক কেন্দ্র সরকারের নিকট প্রেরিত CRI Report , RGI এর দ্বারা খারিজের বিষয়ে মহামান্য রাজ্যপাল মহাশয়কে অবতারনা করা হয় এবং কেন্দ্র সরকারের নির্দেশ মতো Further Justification and Comments যাতে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্ভুল ভাবে সঠিক রিপোর্ট অবিলম্বে পাঠানো হয় তার জন্য মহামান্য রাজ্যপাল মহাশয়কে অনুরোধ জানানো হয়| মহামান্য রাজ্যপাল মহাশয় এই মর্মে রাজ্য সরকার কে প্রয়োজনীয় বার্তা দিবেন বলে আশ্বাস দিয়েছেন ৷
ভারতীয় সংবিধানের ৩৪২ অনুচ্ছেদ মোতাবেক ভারতের মহামান্য রাষ্ট্রপতি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোনো জাতিগোষ্ঠীকে Tribe ঘোষণা করতে পারেন| এই বিষয়ে মহামান্য রাজ্যপাল মহাশয়ের কাছে বিনয়পূর্বক জানতে চাইলে উনি বলেন, আমি আমার পক্ষ থেকে যতটুকু করনীয় নিশ্চিত রূপে তা করবো৷ উনি কুড়মিদের দীর্ঘ আন্দোলনের প্রতি সহানুভূতিশীল এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন বলে কুড়মি প্রতিনিধিদলকে প্রতিশ্রুতি দিয়েছেন| রাজ্যের সাংবিধানিক প্রধানের পক্ষ থেকে বার বার চা পানের জন্য অনুরোধ কুড়মি প্রতিনিধিদলকে মুগ্ধ করেছে৷ মহামান্য রাজ্যপাল মহাশয়কে কুড়মী সমাজ, পশ্চিমবঙ্গ সংগঠনের এবং আপামর কুড়মী জাতির মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও প্রনাম জানিয়েছেন কুড়মী সমাজ, পশ্চিমবঙ্গ সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাত মহাশয়|