LOADING

আদিবাসীরা চিরকালেই অদম্য জাতি|

Spread the love

আদিবাসীদের কোনোকালেই দমন করা সম্ভব হয়নি আর আগামী দিনেও সম্ভব নয়। তির-ধনুক আদিবাসীদের হার না মানা মানসিকতার পরিচায়ক। এই ভারত বর্ষে আর্য শাসনকালে সমস্ত অনার্য জাতির তির-ধনুকের ব্যাবহারের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল, কিন্তু অদম্য, অবাধ্য আদিবাসীরা আর্য আধিপাত্য মেনে নেয় নি, তির-ধনুক কে কাছ ছাড়া করেনি। তারপরেও কতো জাতি ভারতে এল, শাসন করল কিন্তু আদিবাসীদের তির-ধনুক ছাড়া করতে পারেনি, কি সক-হুন-মঘল-পাঠান কি দিকবিজয়ি ব্রিটিশরা, কেও এই আদিবাসীদের তির-ধনুক ছাড়া করতে পারে নি। যে বা যারাই আদিবাসীদের তির-ধনুক ব্যাবহারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, তাদেরেই সর্বনাশ হয়েছে। তিলকা মাঝি, সিধু-কানহু, বিরসা মুন্ডা দের নেতৃত্বে এই তির ধনুক কেই সম্বল করে আদিবাসীরা অন্যায় এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
ছবি – প্রতিকী|

Loading