LOADING

ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে প্রার্থী দেবে অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টি|

Spread the love

আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে পাঁচটি আসনে প্রার্থী দেবে অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টি| বুধবার (১৩/১১/২০১৯) এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি লাল বিজয়নাথ শাহদেব| ঝাড়খণ্ড রাজ্যের খুঁটি, তোরপা, সিমডেগা, তামাড় ও কোলেবিরা বিধানসভা আসনে প্রার্থী দেবে দল|
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টির অপর কেন্দ্রীয় সহ-সভাপতি বুড়ায় মুণ্ডা| পার্টির অপর কেন্দ্রীয় সহ-সভাপতি বুড়ায় মুণ্ডা জানান যে অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টি অনেক পুরোনো পার্টি এবং এখনো এই পার্টির প্রধান দাবী হল পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যের ঝাড়খণ্ডী জেলাগুলি নিয়ে বৃহৎ ঝাড়খণ্ড (Greater Jharkhand) রাজ্যের গঠন| এছাড়াও দূর্নীতি মুক্ত সরকার গঠনের লক্ষ্যকে সামনে নির্বাচনে লড়াই করবে অখিল ভারতীয় ঝাড়খণ্ড পার্টি|

Loading