LOADING

করম পুজো উপলক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর, ২০১৯ ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

Spread the love
তপশিলী উপজাতি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য করম পুজো উপলক্ষে আগামী ৯ সেপ্টেম্বর, ২০১৯ সোমবার পূর্ণ দিবস ছুটি ঘোষণা করা হল। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি [৪৮৭৬-এফ(পি২), তারিখ ২৯/০৮/২০১৯] জারি করা হয়েছে। নবান্ন, মহাকরণের পাশাপাশি স্থানীয় প্রশাসন, বিধিবদ্ধ সংস্থা, পুরসভা, অধীনস্থ সংস্থা এবং রাজ্যের নিয়ন্ত্রণে থাকা সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে এই নির্দেশ কার্যকর হবে। এছাড়া চা-বাগানে কর্মরত তপশিলী উপজাতি সম্প্রদায়ের জন্যও এই দিনটি ছুটি বলে ঘোষণা করা হয়েছে।   পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে তপশিলী উপজাতি সম্প্রদায়ের পুজো বা অনুষ্ঠানের জন্য আলাদা করে ছুটি ঘোষণা করা হত না। কিন্তু ২০১১ সালে রাজনৈতিক পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তপশিলী উপজাতি বা আদিবাসী সম্প্রদায়ের পুজো বা অনুষ্ঠানের জন্য সেকসেনাল ছুটি ঘোষণা করেছে। সরকারের এই সিদ্ধান্তে স্বাভাবিক কারণেই খুশি এই সম্প্রদায়ের কর্মীরা।      

Loading