LOADING

‘মিশন অলচিকি – ২০২৫’

Spread the love

‘ᱢᱤᱥᱚᱱ ᱚᱞᱪᱤᱠᱤ – ᱒᱐᱒᱕’. আগামী ২০২৫ সালে গুরু গমকে পন্ডিত রঘুনাথ মুর্মূর সৃষ্টি সাঁওতালী ভাষার লিপি ‘অলচিকি’ ১০০ বছর পূর্ণ হবে। আসুন সবাই মিলে ২০২৫ সালের মধ্যে অলচিকি সৃষ্টির ১০০ বছরকে সার্থক করে তোলার জন্য অঙ্গীকারবদ্ধ হই।
মিশন ১০০% অলচিকি ২০২৫ কে লক্ষ্য করে অলচিকি শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছে গেড়িয়াকোলা আদিবাসী সিধু কানহু বিরসা বীর গাঁওতা, ইন্দপুর, বাঁকুড়া| প্রথম পর্যায়ের প্রচার কর্মসূচীতে গ্রামে কয়েকটি দেওয়াল লিখন সম্পূর্ণ করা হয়েছে|
লিখনে : তপন হেম্ব্রম ও রমেশ হেম্ব্রম
সহযোগীতায়: গেড়িয়াকোলা আদিবাসী সিধু কানহু              বিরসা বীর গাঁওতা, ইন্দপুর, বাঁকুড়া ।।
#mission 100% অলচিকি|

Loading