ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে আগামী ১৮ ডিসেম্বর, ২০২০
সারা রাজ্যব্যাপী ডিএম ডেপুটেশন দিতে চলেছে পশ্চিমবঙ্গের আদিবাসীরা| উদ্যোগ নিয়েছে ওয়েস্টবেঙ্গল সিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার এসোসিয়েশন (West Bengal Scheduled Tribe Welfare Association)|
আগামী ১৮.১২.২০২০ তারিখে ওয়েস্টবেঙ্গল সিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যব্যাপী দশটিরও বেশী জেলাতে ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুতে মেমোরেন্ডাম ও ইন্টিমেশন দিতে চলেছেন আদিবাসীরা| সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে অ-আদিবাসীরা এসটি সার্টিফিকেট জোগাড় করে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সহ টিচার্স ট্রেনিং ইত্যাদিতে ভর্তি হচ্ছে এবং চাকরির ক্ষেত্রেও নিয়োগ হাতে পাচ্ছে তা আদিবাসী সমাজে চিন্তার ভাঁজ ফেলছে। এই ইস্যুতে ইতিমধ্যেই বেশ কিছু অ্যাসোসিয়েশন জেলা শাসকদের সঙ্গে দেখা করেছেন এবং মেমোরেন্ডাম জমা দিয়েছেন। ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুই যে এখন আদিবাসীদের মধ্যে একটা অন্যতম ইস্যুতে পরিণত হয়েছে এ নিয়ে আর সন্দেহ নেই।
ওয়েস্টবেঙ্গল সিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে নদীয়া জেলাতে বিশাল জমায়েতের মাধ্যমে ডিএম স্যারের কাছে সংগঠনের সদস্যরা মেমোরেন্ডাম জমা দেবেন এবং ওনাদের বক্তব্য তুলে ধরবেন। ওই একই দিনে আরও দশটারও বেশী জেলা থেকে ডিএম এর সঙ্গে দেখা করার জন্য এবং মেমোরেন্ডাম জমা দেওয়ার জন্য ইন্টিমেশন দেওয়া হবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতে আগামী ১৮ ই ডিসেম্বর একযোগে ডিএম স্যারের সাথে সংগঠনের সদস্যরা দেখা করতে যাচ্ছেন। এই ইস্যুতে পশ্চিমবঙ্গের বিভিন্ন আদিবাসী সংগঠন পাশে রয়েছেন বলে মত প্রকাশ করেছেন।
সংবাদ সৌজন্য – Adibasi News.