LOADING

SC/ST দের সাংবিধানিক অধিকার রক্ষায় ধর্না ও ডেপুটেশন আন্দোলনে তপশীলি ফেডারেশন|

Spread the love

আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তপশিলি জাতি, তপশিলি উপজাতিদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ করল তপশীলি ফেডারেশন (Tapasili Federation)। পাশ করা এবং সংরক্ষিত শূন্য আসন পুরন করার দাবীতে আগামী ৯ ই ডিসেম্বর ২০২০ বুধবার বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত সল্টলেক বিকাশ ভবনের সামনে ধর্না দেবে তপশীলি ফেডারেশন| সেইসঙ্গে রাজ্যের মাননীয় রাজ্যপাল শ্রী জগদীপ ধনকরজী, মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়জী এবং শিক্ষা মন্ত্রী শ্রী পার্থ চ্যাটার্জি মহাশয় ও জাতীয় তপশিলি কমিশনে স্বারকলিপি প্রদান করা হবে তপশীলি ফেডারেশনের পক্ষ থেকে| সমস্ত বঞ্চিত ছাত্র ছাত্রী, অভিবাবক, সংগঠক নেতৃত্বদের এই ধর্না ও স্বারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য আবেদন জানিয়েছে তপশীলি ফেডারেশনের নেতৃত্ব|

Loading