পুনর্গঠিত ঝাড়খণ্ড পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এন ই হোরো মহাশয়ের আজ জন্ম জয়ন্তী| ১৯২৫ সালের ৩১ শে মার্চ জন্মগ্রহণ করেছিলেন ঝাড়খণ্ড আন্দোলনকে পুনর্জীবিতকারী এন ই হোরো| ১৯৬৩ সালে জয়পাল সিং মুণ্ডা ঝাড়খণ্ড পার্টিকে কংগ্রেস পার্টির সাথে মিশিয়ে দিলে তীব্র বিরোধীতা করেছিলেন এন ই হোরো| দীর্ঘ ৭ বছর ধরে পরিশ্রম করার পর ১৯৭০ সালে ঝাড়খণ্ড পার্টিকে পুনরায় […]
কলকাতার রেড রোডে ডাঃ বি আর আম্বেদকরের মূর্তির সামনে কোনো বাথরুম নেই, দর্শনার্থীদের খুব অসুবিধে হয়| এই বিষয়ে অভিযোগ জানিয়ে ডাঃ বি আর আম্বেদকরের মূর্তির আশেপাশে ২০ টি বাথরুম তৈরীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দাবী জানাল বেদিয়াপাড়া আম্বেদকর মিশন|