ছাত্র সংগঠন সিধু কানু বীরসা স্টুডেন্টস ফ্রন্ট (SKBSF) এর পক্ষ থেকে সঙ্গীত শিল্পী নরেন হাঁসদা প্রতিষ্ঠিত সিধু কানু মিশনকে সাহায্য প্রদান করা হল। সঙ্গীত শিল্পী নরেন হাঁসদা পুরুলিয়া জেলার আড়শা ব্লকের ভালিডুংরিতে প্রতিষ্ঠিত করেছেন সিধু কানু মিশন। এখানে কুড়িজন ছোট ছোট ছেলেমেয়ে থেকে পড়াশোনা করে। এছাড়া এখানকার পাশাপাশি গ্রাম থেকেও ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে।
শুরুর দিকে নরেন হাঁসদা এলাকায় এলাকায় গান করে কিছু চাল, ডাল এবং অর্থ সংগ্রহ করতেন। সরকারের পক্ষ এখনো সেরকম কোন সহযোগিতা পাওয়া যায়নি। তাই বিভিন্ন মানুষের সহযোগিতায় তিনি কোনরকমে এই মিশনকে এগিয়ে নিয়ে চলেছেন। ছাত্র সংগঠন সিধু কানু বীরসা স্টুডেন্টস ফ্রন্ট (SKBSF) এর পক্ষ থেকে সীমিত সামর্থ্য অনুযায়ী কিছু অর্থ সংগ্রহ করে এক কুইন্টাল চাল, দশ কেজি ডাল, পনেরো কেজি সরষের তেল, চারটে শতরঞ্জি, পঁচিশটা ওয়ার্ডবুক, কিছু জামাকাপড় ইত্যাদি দিয়ে সাহায্য করা হল। ছাত্র সংগঠন সিধু কানু বীরসা স্টুডেন্টস ফ্রন্ট (SKBSF) এর সদস্যরা এখানকার ছোট ছোট ছেলেমেয়েদের পড়াশোনা, গল্প, ছবি আঁকা ইত্যাদি নিয়ে মেতে ছিল।
বিকেলের দিকে ছাত্র সংগঠনের সদস্যরা গিয়েছিলেন পাশের গ্রামগুলিতে। বাড়ি বাড়ি ঘুরে দেখা গেল কোন বাড়িতেই জব কার্ড নেই। সেগুলো জমা আছে পঞ্চায়েত অফিসে। একশো দিনের কাজ নিয়ে কোন কিছুই এদের জানানো হয় না, কাজও ঠিকমতো দেওয়া হয় না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন কৃষিকাজ। তাও আবার বর্ষাকালেই যতটুকু হয়। জমিগুলিও নানাভাবে বেহাত হতে চলেছে। পানীয় জল, রাস্তাঘাট কোনকিছুরই অবস্থা ভালো নয়। শুধু দু টাকা কেজি দরে চালটা পান তারা।
“আদিবাসী-মূলবাসী সমাজ (https://pbams.org/)” ওয়েবসাইট গোষ্ঠীর পক্ষ থেকে সকল সুহৃদয় ব্যক্তিদের কাছে অনুরোধ নিজেদের সামর্থ্য অনুযায়ী এই মিশন চালাতে সহযোগিতা করুন। আপনাদের সকলের সহযোগীতায় এই ছোট ছোট শিশুদের ভবিষ্যৎ সুস্থভাবে বেড়ে উঠুক।