ধামাচাপা দেবার ও অন্যায় দেখেও চুপ থাকার মানসিকতা ত্যাগ করা দরকার| কোন সমস্যাকে ধামাচাপা দিয়ে বা সমস্যাকে দেখেও চুপ থাকলে কি সেই সমস্যা সমাধান হবে ?
আমাদের সমাজের ক্ষেত্রেও কোনো সমস্যা দেখলে সেটা ধামাচাপা না দিয়ে বা চুপ না থেকে সরব হতে হবে, তবেই সেই সমস্যা সমাধান হবে আর আমাদের সমাজও উন্নতির দিকে এগিয়ে যাবে|
ছবি – প্রতীকি|