LOADING

” সভ্যতার ফুল ” সংস্থার কম্বল বিতরণ|

Spread the love

ঝাড়গ্রাম জেলার কাঁকো পঞ্চায়েতের ভালুক খুলিয়া গ্রামের চারটি অসহায় শিশু কাদুরাম হেম্ব্রম(১৫),সোহাগি হেম্ব্রম(১৪),বীরবাহা হেম্ব্রম(৮),আকাশ হেম্ব্রম(৬).বিগত এক বছর আগে পারিবারিক অশান্তিতে ওদের মায়ের মৃত্যু হয়। আইনি কারণে তখন থেকে বাবাও ওদের কাছ ছাড়া। হঠাতই নিশ্পাপ শিশুগুলোর জীবনে নেমে আসে কালো অন্ধকার। ওদের পরিচর্যা করার মতোও তেমন কেউ নেই। যে বয়সে ওদের লেখাপড়া, খেলাধুলা করার কথা, সেই বয়সে ওরা বেঁচে থাকার জন্য কঠিন সংগ্রাম কোরছে।

লক ডাউনের শুরুতে ওই অসহায় শিশুদের কথা জানতে পারে ” সভ্যতার ফুল ” সংস্থা| আর তখন থেকেই ওদের পাশে রয়েছে ” সভ্যতার ফুল ” পরিবার। এই শীতে আমরা যখন বিভিন্ন গরম পোশাক গায়ে জড়িয়ে উষ্ণতা নিচ্ছি তখন ওরা ভীষণ শীতের কষ্ট ভোগ করছে। তাই ওদের একটু উষ্ণতা দিতে ” সভ্যতার ফুল ” ওদের হাতে কম্বল তুলে দিয়েছে। (ছবি তে তিন ভাই বোন কম্বল হাতে দাড়িয়ে রয়েছে বড় বোন তখন সেখানে উপস্হিত ছিলো না।)

” সভ্যতার ফুল ” পরিবার আগামী দিনেও ওই সুন্দর শিশুদের পাশে থাকার অঙ্গীকার করেছে। মানুষ মানুষের জন্য। জয় হোক মানবতার।
সংবাদ সূত্র – উত্তম বিশ্বাস|

Loading