পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার শুশুনিয়া হাঁপানিয়া চাঁচো মার্শাল আশ্রমের আবাসিক ছাত্র পরেশ মুর্মুকে আজকে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে সম্বর্ধনা দেয়া হলো এক ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে।
কলেজের প্রিন্সিপাল ডক্টর কৃষ্ণেন্দু অধুর্য্য উত্তরীয় দিয়ে, প্রফেসর অলক রায় ডীন একাডেমিক গাছের চারা দিয়ে, রেজিস্টার রামানন্দ মুখোপাধ্যায় মিষ্টির প্যাকেট দিয়ে এবং কলেজের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত তার প্রায় ১০০ জন আশ্রমিক ভাইবোনদের জন্য মিষ্টি তুলে দেবার মাধ্যমে মেধাবী আদিবাসী ছাত্র পরেশ মুর্মুকে সম্বর্ধনা জানালেন|
পরেশ মুর্মুর ইঞ্জিনিয়ারিং পড়ার খুব ইচ্ছা| এই বছর জয়েন্টে পরেশ মুর্মুর র্যাঙ্ক ভালো| তপশিলী উপজাতি বা ST তালিকার ক্যাটাগরিতে যাদবপুর বা কোন সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে যাতে পরেশ মুর্মু স্থান পায় তার ব্যবস্থা বাঁকুড়া ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে করে দেওয়া হল প্রথম রাউন্ডের চয়েস ফিলিং এর মাধ্যমে। যদি পরেশ মুর্মু কোন পছন্দসই সরকারি কলেজে সুযোগ না পায় তাহলে বাঁকুড়া ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং কলেজে ও ভর্তি হতে পারবে, ওর জন্য দ্বার সবসময় খোলা।
আরো অনেক পরেশ এভাবে এগিয়ে যাক, এই কামনা করলেন কলেজের চেয়ারম্যান শশাঙ্ক দত্ত|
সংবাদ সূত্র – শশাঙ্ক দত্ত মুখবই দেওয়াল থেকে|