LOADING

বিশ্ব ব্যাঙ্কে নিযুক্ত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাক্তিগত সচিব রাজীব তোপনো|

Spread the love

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাক্তিগত সচিব ও সিনিয়ার আইএএস (IAS) অফিসার রাজীব তোপনো বিশ্বব্যাঙ্কের কার্যকরী ডারেক্টরের সিনিয়ার পরামর্শদাতা নিযুক্ত হলেন| গুজরাট ক্যাডারের এই IAS অফিসার জাতিতে আদিবাসী মুণ্ডা জনগোষ্ঠীর|
১৯৭৪ সালের ২৮ শে মে ঝাড়খণ্ড রাজ্যের রাঁচি শহরে জন্মগ্রহণ করেন রাজীব তোপনো| পশ্চিমবঙ্গের কলকাতা শহরের সেন্ট থমাস বয়েস স্কুল (খিদিরপুর) থেকে স্কুল জীবন শেষ করার পর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে স্নাতক পাশ করেন| ১৯৯৬ সালের গুজরাট ক্যাডারের আইএএস (IAS) অফিসার হিসেবে চাকরিতে যোগদান করেন|
রাজীব তোপনো ২০০৯ সালে প্রধানমন্ত্রীর অফিসে কাজে যোগদান করেন| ২০১৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাক্তিগত সচিব পদে যোগ দেন| এখন আবার বিশ্ব ব্যাঙ্কে গুরুত্বপূর্ণ পদে যোগ দিলেন| চাকরি জীবনে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন মুণ্ডা আদিবাসী গোষ্ঠীভূক্ত এই আইএএস (IAS) অফিসার| বোঝাই যায় যে রাজীব তোপনোর কর্মদক্ষতা দুর্দান্ত| রাজীব তোপনো জাতিতে আদিবাসী মুণ্ডা জনগোষ্ঠীর, যারা ST (Scheduled Tribe) হিসেবে তালিকাভূক্ত| যে বা যারা অপপ্রচার করেন যে সংরক্ষিত শ্রেণী থেকে আসা চাকুরিজীবিরা অকর্মন্য হন তাদের মুখে ঝামা ঘষে দিয়েছেন এই আদিবাসী আইএএস (IAS) অফিসার|
রাজীব তোপনোর এই সাফল্যে সারা দেশের আদিবাসীরা খুব খুশি হয়েছেন|

Loading