LOADING

বিশ্ব আদিবাসী দিবসে স্বাধীনতা সংগ্রামী বাবা তিলকা মাঝি (মুর্ম্মূ) এর মূর্তি উদ্বোধন|

Spread the love

ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামী বাবা তিলকা মাঝি মুর্ম্মূ এর মূর্তি ৯ই আগস্ট ২০২১ বিশ্ব আদিবাসী দিবসে মেদিনীপুর জেলা কুইকোটা খেরওয়াল গাঁওতা (তিলকৌডি) এর তত্ত্বাবধানে উদ্বোধন হতে চলেছে।
প্রধান অতিথি ও উন্মোচক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের বন প্রতি মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিশেষ অতিথি হিসেবে অজিত মাইতি (বিধায়ক পিংলা) ও জুন মালিয়া (বিধায়িকা মেদিনীপুর) এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাঃ ভূবন চন্দ্র হাঁসদা (মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম মেদিনীপুর জেলা) ও রবীন্দ্রনাথ মুর্ম্মূ (অবিভক্ত মেদিনীপুর জেলা পারগানা ভারত জাকাত মাঝি পারগানা মহল)।
সংবাদ সৌজন্য – সমাজ সাড়িম পত্রিকা|

184 total views , 1 views today