লিখেছেন – কলেন্দ্রনাথ মাণ্ডি|
বিশিষ্ট লেখক ও ঐতিহাসিক ড: ধীরেন্দ্রনাথ বাস্কের জন্ম অবিভক্ত মেদিনীপুর জেলার সিলদার সন্নিকট ভীমপুর গ্রামে।জন্ম ১৯৩০ সালের ১৪ই জুন।
আজ তাঁর ৯২ তম জন্মদিবস। জন্মদিনে তাঁকে প্রনাম জহার জানাই।
শিক্ষকতা দিয়ে তাঁর কর্মজীবন শুরু। ভীমপুর সানতাল হাইস্কুল থেকে মেট্রিক পাশ করেন। এরপরে হুগলি জেলার শ্রীরামপুর কলেজ থেকে আইএ ও বি এ পাশ করেন।
সাঁওতালি ভাষা সাহিত্য বিষয়ে তাঁর অবদান অতুলনীয়।১৯৫৬ সালে পশ্চিমবঙ্গ সরকার সাৄঁওতালি ভাষায় পত্রিকা প্রকাশ করেন। বাং লা ভাষার প্রকাশিত ‘কথাবারতা’ পত্রিকাটির সাঁওতালি রুপান্তর ‘ গালমারাও’ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হন। পরবর্তী সময়ে “পছিম বাংলা’ নামে নামকরণ হয়।১৯৫৬ সাল থেকে ১৯৮৯ সাল দীর্ঘ ৩৩ বছর পছিমবাঙলা পত্রিকার সহ-সম্পাদক এর গুরু দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন।
সরকারী উচ্চপদে আসীন থাকা সত্ত্বেও সাঁওতালি ভাষা সাহিত্যে রে ভান্ডার দেখিয়ে গেছেন তা বলে শেষ করা যাবে না। তাঁর গ্রন্থ তালিকা কয়েকটি মাত্র উল্লেখ করলাম।
১. সাঁওতাল গন সঙগ্রামের ইতিহাস -১৯৭৬
২.সানতালি মেন কাঁথা আর ভেনতা কাথা-১৯৮২
৩. পশি্চম বঙ্গের আদিবাসী সমাজ-১৯৮৭
৪.হড় মহল রেয়া: আরি-১৯৮৮
৫. বঙ্গ সংস্কৃতি তে প্রাক বৈদিক প্রভাব ১৯৯২
৬.পশ্চিম বঙ্গের আদিবাসী সমাজ-১৯৮৭
৭.গন আন্দোলনে সাঁওতাল সমাজ
৮.কারাম বিন্তি,ভাঁডান বিন্তি,পছিমবাঙলা আর আবোরেন বিরাদালী ক
৯.দাঁশায় দাঁড়ান রেয়া: তেতেদ পাঁজা
১০. সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাস-১৯৯৯
১১. বিয়াল্লিশের আগষ্ট আন্দোলনে সাঁওতাল জনগোষ্ঠী
১২. হয় সমাজ রে বঙগাবুরু কো-২০০৩
১৩. হয় বাপলা সেরেঞ পুঁথি
১৪.হড় রড় বায়ান আরি ও আরো অনেক।
পুরষ্কার পেয়েছেন বহু। এরকম বহুল প্রতিভা মানুষ ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের ছেড়ে চলে যান।আজ তাঁর জন্মদিনে গভীর শ্রদ্ধা জানাই।