আজকে ০২রা অক্টোবর, ২০২৩ ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের পক্ষ থেকে বাঁকুড়া জেলার মেজিয়া ব্লকের অন্তর্গত ভুলুই গ্রামে এক সামাজিক সভার আয়োজন করা হয়েছিল।

এই সভা পরিচালনা করেন প্রদীপ মাজি| এই সভায় উপস্থিত ছিলেন ভারতীয় ডোম সমাজ বিকাশ পরিষদের সম্পাদক রামচন্দ্র কালিন্দী, প্রধান উপদেষ্টা গৌরব কালিন্দী, বাঁকুড়া জেলা চেয়ারম্যান খোকন কালিন্দী, বাঁকুড়া জেলা সম্পাদক ডাঃ নন্দলাল কালিন্দী, বাঁকুড়া জেলা কোষাধক্ষ্য দিনোবন্ধু কালিন্দী এবং অন্য সদস্যগণের মধ্যে নিত্য কালিন্দী, হারাধন বাদ্যকর, বাম বাদ্যকর, প্রদীপ বাদ্যকর, মন্টু বাদ্যকর, রক্ষিত বাদ্যকর উপস্থিত ছিলেন|

![]()