LOADING

ফেক এসটি সার্টিফিকেট ধারীদের বিরুদ্ধে পুরুলিয়া বাসীদের আন্দোলন চরমে।

Spread the love

সারা রাজ‍্য জুড়ে যেভাবে ফেক এসটি সার্টিফিকেট ধারীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তাতে আপামর আদিবাসী সমাজ সিঁদুরে মেঘ দেখছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতেই প্রকৃত আদিবাসীরা নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা করছে আদিবাসীদের একাংশ। আদিবাসীদের উপর এই রকম অন্যায় আর বঞ্চনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির পুরুলিয়া জেলা শাখা ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছে। গত ৪ অক্টোবর, ২০২১ সোমবার পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি, পুরুলিয়া জেলা শাখার পক্ষ থেকে পুরুলিয়া সদর মহকুমা শাসক ও জেলা কল্যাণ আধিকারিকের কাছে মেমোরেন্ডাম দেওয়া হল। মহকুমা শাসক অত্যন্ত আন্তরিকতার সহিত সমস্ত অভিযোগ শুনেছেন এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে এসোসিয়েশনের সদস্যরা জানিয়েছেন। এছাড়া জেলা কল্যাণ আধিকারিক জেলার সমস্ত মহকুমা শাসককে সতর্ক করে চিঠি দেবেন বা আদিবাসীদের বার্তা সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন সদস্যরা। আজকের স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা সভাপতি সতন কুমার সরেন, সহ সম্পাদক প্রশান্ত মান্ডি, কোষাধ্যক্ষ কল্যাণ হেমব্রম এছাড়াও অন্যান্য সদস্যদের মধ্যে উপেন টুডু, জয়রাম কিস্কু, বঙ্কিম হেমব্রম, মনসারাম টুডু, চিত্ত টুডু প্রমুখেরা ।

Loading