LOADING

ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুতে সি.আর.আই-এর সঙ্গে দেখা করতে চলেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি।

Spread the love

আগামীকাল ৮ ই সেপ্টেম্বর সোমবার সকাল ১১টা নাগাদ ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে কালচারাল রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চলেছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির সদস্যরা। সমিতির পক্ষ থেকে আদিবাসীরা গত এক বছর ধরে রাজ্য জুড়ে ডিএম, এসডিও, পিও কাম ডিডব্লু অফিসার এবং আদিবাসী এমএলএ, এমপিদের সঙ্গে দেখা করেছেন, তবে আশানুরূপ কোনো ফল পাননি। আধিকারিকরা এর ওর ঘাড়ে দোষ চাপিয়ে এবং শুধুমাত্র চিঠি ফরওয়ার্ড করে দায় সেরেছেন। এমএলএ, এমপিরা বিষয়টি দেখছি দেখব করেই রেখে দিয়েছেন। ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে বিধানসভায় বা লোকসভায় আদিবাসীদের প্রতিনিধিদের এ বিষয়ে কোনো বক্তব্য রাখারও লক্ষ্মণ দেখা যাচ্ছে না। এমত অবস্থায় প্রকৃত আদিবাসীরাই ফেক আদিবাসী কমিউনিটিদের প্রতিরোধে আগামীকাল সকাল ১১টা নাগাদ কলকাতায় ট্রাইবল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, সিআরআইয়ের ডাইরেক্টরের কাছে মেমোরেন্ডাম দিতে চলেছেন। শিক্ষা, চাকরিসহ প্রতিনিধিত্বমূলক ক্ষেত্রগুলোতে অ-অাদিবাসীরা যেভাবে প্রকৃত আদিবাসীদের সাংবিধানিক অধিকারে থাবা বসাচ্ছে তাতে প্রকৃত আদিবাসীরা সিঁদুরে মেঘ দেখছে। আদিবাসীদের উপরে এইরূপ অত্যাচার ও বঞ্চনাকে আদিবাসীরা তাদের ধ্বংসের চক্রান্ত বলে মনে করছে। এরই ফলস্বরূপ পশ্চিমবঙ্গের চল্লিশটি সাব কাস্টের আদিবাসীরা ক্রমেই একজোট হয়ে এর প্রতিবাদ করতে শুরু করেছে।

Loading