LOADING

ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুতে এমএলএ কমলাকান্ত হাঁসদার সঙ্গে দেখা করবেন আদিবাসীরা|

Spread the love

ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুতে পুরুলিয়া জেলার আদিবাসীরা কাশীপুরের বিজয়ী এম.এল.এ কমলাকান্ত হাঁসদার সঙ্গে দেখা করতে চলেছেন বলে জানা গেছে| ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুতে সারা পশ্চিমবঙ্গ জুড়েই আন্দোলন করছে ওয়েস্টবেঙ্গল সিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (West Bengal Scheduled Tribe Welfare Association) নামক আদিবাসী সংগঠন|
গত মাসেই WBSTWA এর নেতৃত্বে পুরুলিয়ার আদিবাসীরা বান্দোয়ানের বিজয়ী আদিবাসী এম.এল.এ রাজীব লোচন সরেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে। আবার এই একই ইস্যুতে আদিবাসীরা কাশীপুরের বিজয়ী আদিবাসী এম.এল.এ কমলা কান্ত হাঁসদার সঙ্গে দেখা করবেন ২৫ জুলাই’ ২০২১।


ওয়েস্টবেঙ্গল সিডিউল্ড ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গত ২১ জুলাই এমএলএ মহাশয় কমলাকান্ত বাবুর কাছ থেকে প্রপার চ্যানেলে ইন্টিমেশনের মাধ্যমে ২৫ জুলাই’ ২০২১ দুপুর ১টা নাগাদ সাক্ষাৎ-এর সময় নেওয়া হয়েছে। কাশীপুরের বিজয়ী আদিবাসী বিধায়ক ফেক এসটি সার্টিফিকেটের ইস্যুতে আপামর আদিবাসীদের পাশে দাঁড়াবেন বলেই আশাবাদী অ্যাসোসিয়েশনের সদস্যরা।

Loading