আগামী ২০-২২ শে সেপ্টেম্বর, ২০১৯ তিন দিনের এক আবাসিক কর্মশালার আয়োজন করেছে জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্ক। সহযোগিতায় আছে হিউম্যান রাইটস ল’নেটওয়ার্ক। এই কর্মশালায় অংশগ্রহণ করবে পশ্চিমবাংলার ১৬টি জেলার ৮০ জন সামাজিক নেতা কর্মী। উপস্থিত থাকবে কলকাতা বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সী কলেজ, কোলকাতা মেডিক্যাল কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের পক্ষে উপস্থিত থাকবেঃ ১) দক্ষিণ ২৪ পরগণা – ৩ জন, ২) কলকাতা – ৪ জন, ৩) উত্তর ২৪ পরগণা – ৩ জন, ৪) নদিয়া – ৫ জন, ৫) মালদা – ৩ জন, ৬) দিনাজপুর – ২ জন, ৭) হাওড়া – ২ জন, ৮) হুগলী -৫ জন, ৯) পূর্ব মেদিনীপুর – ৩ জন, ১০) পশ্চিম মেদিনীপুর -২ জন, ১১) পুরুলিয়া -৬ জন, ১২) বাঁকুড়া -১৫ জন, ১৩) বীরভূম -৫ জন, ১৪) বর্ধমান -২ জন, ১৫) মুর্শিদাবাদ – ৪ জন ও ১৬) দার্জিলিং -২ জন।
প্রতিদিন থাকবে প্যানেল ডিসকাশন এবং প্রশ্নোত্তর পর্ব। থাকবে নানা আন্দোলন প্রতিবাদের উপর নির্মিত তথ্যচিত্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সুত্র – শরদিন্দু উদ্দীপন।