বর্তমানে প্রায় মহামারির আকার নেওয়া করোনা ভাইরাসের সঙ্গে লড়তে দেশের বিভিন্ন প্রান্তে বিশিষ্ট মানুষদের সাথে সাথে সাধারণ মানুষেরাও সরকারের সঙ্গে সহযোগীতা করছে| প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে মানুষেরা নিজেদের সাধ্যমত দান করছে| এই বিপদের সময়ে করোনা ভাইরাসের সঙ্গে লড়তে সাঁওতালি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা ডগর টুডু মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২০,০০০/- টাকা দান করলেন|
আজ ০৪ ই এপ্রিল, ২০২০ ঝাড়গ্রাম জেলাশাসকের দফতরে গিয়ে জেলাশাসক আয়েষা রাণির হাতে ২০,০০০/- টাকার একটি চেক তুলে দিলেন সাঁওতালি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা ডগর টুডু| অভিনেত্রী ও গায়িকা ডগর টুডুর নিজের কথায় “চারিদিকে করোনা ভাইরাসের সংক্রমনে সাধারণ মানুষের দুর্দশার কথা জেনে আমার খুব কান্না পাচ্ছে| তাই এই বিপদের দিনে সাধারণ মানুষের পাশে থাকতে আমার সাধ্যমত ২০,০০০/- টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছি|”
করোনা মোকাবিলায় ডগর টুডুর এই ২০,০০০/- টাকা দান নিয়ে খুব খুশি ঝাড়গ্রামের আদিবাসী সমাজ| ঝাড়গ্রাম জেলাশাসকের হাতে ডগর টুডুর ২০,০০০/- টাকার চেক তুলে দেবার সময় উপস্থিত থাকা বিশিষ্ট আদিবাসী সমাজকর্মী প্রদীপ কুমার হাঁসদা বলেন, “করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ২০,০০০/- টাকা দান করে নিজের মানবিক মনের পরিচয় দিয়েছেন সাঁওতালি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা ডগর টুডু| টাকা পয়সা অনেক মানুষের থাকে, কিন্তু সাধারণ মানুষের কল্যাণে টাকা দান করার মানসিকতা অনেক কম মানুষের আছে| সেই ব্যাতিক্রমী মানুষদের মধ্যে পড়েন সাঁওতালি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা ডগর টুডু| আমি কামনা করি যে মানুষের আশীর্বাদে সাঁওতালি সিনেমা জগতের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা ডগর টুডু নিজের চলার পথে আরো এগিয়ে যাক, আরো উন্নতি করুক, সাফল্যের শিখরে উঠুক, আরো মানুষের পাশে দাড়াক|”