LOADING

আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন উপলক্ষ্য স্মরণিকা প্রকাশের উদ্যোগ|

Spread the love

বাংলাদেশে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন (International Santal Conference) উপলক্ষে একটি সুভ্যেনির প্রকাশিত হবে। এই সুভ্যেনিরের জন্য সাঁওতালদের বিষয়ে লেখা আহ্বান করেছে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল (International Santal Council)| সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে সাঁওতালি, বাংলা ও ইংরেজীতে লেখা জমা দেয়া যাবে। এই সুভ্যেনিরে বিশ্বের যে কোন মানুষ লেখা জমা দিতে পারবেন। আগামী ২৯ ফেব্রুয়ারির মধ্যে লেখা জমা দিতে হবে। সমস্ত লেখা Manik Soren এর ইমেইলে (maniksoren@gmail.com) পাঠাতে হবে| তবে আন্তর্জাতিক সাঁওতাল কাউন্সিল যে কোন লেখা গ্রহণ বা বর্জনের অধিকার রাখবে।

Loading