গত শুক্রবার ১৩/০৯/২০১৯ ‘দিদিকে বলো’ কর্মসূচিতে মেমারি পৌরসভার আদিবাসীপাড়ায় গিয়ে এক আদিবাসী পরিবারের বাড়িতে রান্না করলেন মেমারির বিধায়ক তৃণমূল কংগ্রেসের নার্গিস বেগম। গত শুক্রবার মেমারি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ‘দিদিকে বলো’ জনসংযোগ কর্মসূচির প্রচার ছিল। সেখানে ওই কর্মসূচিতে বেরিয়ে বিধায়ক নার্গিস বেগম জওয়ানপুর আদিবাসীপাড়ায় ঢোকেন। সেখানে রাস্তার ধারেই একটি আদিবাসী মহিলা সোয়াবিন রান্না শুরু করেছিলেন। বিধায়ক তাঁর রান্নাঘরে ঢুকে রান্না শুরু করে দেন। তা দেখে আদিবাসী মহিলারাও অবাক হয়ে যান। ওই ওয়ার্ডেই পিঙ্কি মল্লিকের বাড়িতে রাত্রিবাস করেন তিনি। রাতে আলুপোস্ত, ডাল, ভাত খান তিনি। শনিবার দলের পতাকা উত্তোলন করে বাড়ি ফেরেন তিনি। এলাকার লোকজনও বিধায়কের কাছে রাস্তা, পানীয় জল এবং সরকারি প্রকল্পে বাড়ি তৈরির দাবিও করেন। কারণ, ওই এলাকায় বহু রাস্তাঘাট এখনও খারাপ। পানীয় জল নিয়ে মানুষের সমস্যা রয়েছে।
বিধায়ক ওই দাবি-দাওয়াগুলি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ওই কর্মসূচিতে বিধায়কের সঙ্গে মেমারি পুরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির মেমারির সভাপতি কৌশিক মল্লিক, যুব সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই উপস্থিত ছিলেন।