গত ১৯-২১ সেপ্টেম্বর, ২০২৩ তিন দিন ধরে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হল তামিলনাড়ু রাজ্যেের নামাক্কাল শহরে| এই সম্মেলনে সারা দেশের ১৬ টি রাজ্যে থেকে মোট ৪৫৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন| পশ্চিমবঙ্গের ১৮ টি জেলা থেকে ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন|
সম্মেলনে সব রাজ্যের প্রতিনিধিরা আলোচনায় ঝড় তুললেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে| আদিবাসীদের অস্তিত্ব শেষ করার যে UCC কালা আইন আনতে চায় কেন্দ্রীয় সরকার তার তীব্র বিরোধীতা করেছেন প্রতিনিধিরা। সম্মেলনে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের সাথে সাথে বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিরুদ্ধেও গর্জে উঠলেন| বর্তমান পশ্চিমবঙ্গ রাজ্যে সরকারের আমলে সবচেয়ে বেশি Fake ST সার্টিফিকেট অ-আদিবাসীরা পেয়েছেন বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা| সেই সঙ্গে বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষেরা চরম অর্থ সংকটে ভুগছেন, রাজ্যে কর্মসংস্থান না থাকায় পরিবার পরিজন ছেড়ে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছে, এই বক্তব্য তুলে ধরলেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা|
সম্মেলনের মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা দাবী তুললেন সাধারণ মানুষের কর্মসংস্থানের| প্রচুর Fake ST সার্টিফিকেট তৈরী হওয়াতে প্রকৃত আদিবাসীদের জমি অ-আদিবাসীদের হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা| Fake ST Certificate এর বিরুদ্ধে সংগঠকে আগামী দিকে বৃহত্তর আন্দোলনে নামতে হবে বলে দাবী জানালেন পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা|
সম্মেলনের মঞ্চে এটাও আলোচনা হয়েছে যে আগামী ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা শহরে বিভিন্ন আদিবাসী সামাজিক সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অরগানাইজেশন (United Forum of All Adibasi Organizations) এর ডাকে যে বিশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ এর ডাকে যে বিশাল বিক্ষোভ সমাবেশ আছে সেই কর্মসূচীতে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের সংগঠনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে চোখে পড়ার মতো অংশগ্রহণ করবে নেতৃত্বরা ঘোষনা করেছেন| এই সম্মেলনে যে নতুন কমিটি গঠন করা হয়েছে সেই নতুন কমিটির সর্বভারতীয় সম্পাদক নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গ রাজ্যে থেকে প্রাত্তন সাংসদ ডঃ পুলিন বিহারী বাস্কে| সর্বভারতীয় কমিটিতে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে বাকি নব নির্বাচিত সদস্য হলেন রবীন্দ্রনাথ হেমব্রম, বিনয় হাঁসদা, রামলাল মুর্মু, দেবলীনা হেমব্রম| মোট ৬৭ জন সদল্য নিয়ে গঠিত হয়েছে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের সর্বভারতীয় কমিটি।