আজ সাঁওতালি সাহিত্যের সাহিত্যিক মহম্মদ বসিরুদ্দিন মিঞা ‘রাজমহেশপুরী’এর ৭৭ তম জন্মবার্ষিকী।আজকের দিনেই তিনি বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় জেলার আবুয়াপাহারি নামক সাঁওতাল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম লাখু মিঞা ও মাতার নাম হেমিয়া খাতুন। তিনি ১৯৬০ সালে আমড়াপাড়া হাই স্কুল থেকে মেট্রিক এবং ১৯৬২ সালে সাঁওতাল কলেজ থেকে ইন্টারমিডিয়েটে পাস করেন। তিনি ১৯৬৪ সাল থেকে রোলাগ্রামের সানতাল পাহাড়িয়া সেবা মণ্ডল মিডিল স্কুলে শিক্ষকতা শুরু করেন। সাঁওতাল গ্রামে জন্মগ্রহণের ফলে তিনি সাঁওতালি ভাষা নিজের মাতৃভাষার মতো শিখেছিলেন। তিনি সাঁওতালি, উর্দু,হিন্দি,বাংলা, ইংরাজি, ভোজপুরি, মাঘী প্রভৃতি ভাষাতে সাহিত্য চর্চা করতেন।
তাঁর প্রকাশিত পুস্তকগুলি হলো-
সাঁওতালি:-
১।ছাডয়ি কুড়ি
২।বানাম রাজা(উপন্যাস)
৩।সনতরঃ ঘান্টি(কবিতা সংকলন)
হিন্দি:-
৪।আধুরি প্রতিজ্ঞা
৫।কুলতা
৬।দেশ ভক্ত
৭।কারাবাস
৮।শর্তনামা
৯।আর্থ(কবিতা সংকলন)
বাংলা:-
১০।অগ্নি যুদ্ধ
সৌজন্যে:- তথ্য ও চিত্র মহেন্দ্র বেসরার কাছ থেকে গৃহীত।|