LOADING

লকডাউনে সাহায্য “সভ্যতার ফুল” সংস্থার|

Spread the love

মানুষ মানুষের জন্য| এই কথাটি আরো একবার প্রমাণ করলেন “সভ্যতার ফুল” সংস্থার সদস্যরা| ঝাড়গ্রাম জেলার ভেলাইডিহা পঞ্চায়েতের দিয়াশি গ্রামের বরেন মুরমু (৪৮) গত তিন মাস আগে একটা দুর্ঘটনায় পা ভেঙে শয্যাশায়ী অবস্হায় রয়েছেন। ওনার স্ত্রী লক্ষ্মীমনি মুরমু (৪৫) প্যারালাইসিস রোগী, তিনিও সম্পূর্ণ শয্যাশায়ী। ওনাদের দুই সন্তান শ্রীকান্ত মুরমু (১৫) ও রাশমনি মুরমু (১২)। হঠাতই বাবা মায়ের অসুস্হতায় শিশু দুটির জীবনে নেমে আসে কালো অন্ধকার। যে বয়সে ওদের লেখাপড়া, খেলাধুলা করার কথা, সেই বয়সে ওরা নিজেরা বাচাঁর এবং বাবা মা কে সুস্থ রাখার জন্য কঠিন সংগ্রাম কোরে চলেছে। অসহায় পরিবারটির কথা জানতে পেরে ” সভ্যতার ফুল ” এর সদস্যরা পরিবারটির হাতে খাদ্য সামগ্রী ছাড়াও তুলে দিয়েছে নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস এবং সামান্য কিছু নগদ অর্থ। ” সভ্যতার ফুল ” পরিবার আগামী দিনেও ওই অসহায় পরিবারটির পাশে থাকার অঙ্গীকার কোরছে। মানুষ মানুষের জন্য। জয় হোক মানবতার।
সংবাদ সূত্র – উত্তম বিশ্বাসের মুখবই দেওয়াল থেকে|

Loading