ঝাড়গ্রাম জেলার জেলাশাসক মাননীয়া Joyoshi Das Gupta মহাশয়ার মাধ্যমে কাছে ৮ (অষ্টম) দফা দাবি সমূহ মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে স্মারকলিপি (Memorandum) আকারে জমা দিল আদিবাসী সামাজিক সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহল|
দাবীগুলি হলো।………..
● প্রথমত: Article 309 ধারা অনুসারে সাঁওতালী মাধ্যমের বিদ্যালয়গুলিতে সাঁওতালীতে পরিষ্কার কথা বলতে পারা, লিখতে ও পড়তে জানা যোগ্যতম শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করতে হবে।
● দ্বিতীয়ত: অবৈধভাবে Fake S.T. Certificate প্রদান বন্ধ করতে হবে। এবং এযাবৎ যাদের Fake S.T. Certificate হয়ে গেছে সেগুলিকেও বাতিল করে দোষীদের চরম শাস্তি দিতে হবে।
● তৃতীয়ত: Article 244 ধারা অনুসারে পশ্চিমবঙ্গের সমস্ত I.T.D.P. এলাকাকে পঞ্চম তপশীলের অন্তর্ভূক্তিকরণ করতে হবে।
● চতুর্থত: Customary Law অনুসারে আদিবাসীদের “সেঁন্দরা-কারকা” চালু রাখতে হবে। এবং 1855 সালের CNT Act & SPT Act লাগু রাখতে হবে।
● পঞ্চমত: 2006 সালের Forest Act অনুসারে অসম্পূর্ণ থাকা “জাহের থান” রেকর্ড সম্পন্ন করতে হবে।
● ষষ্ঠত: আদিবাসী সাঁওতালদের ধরম কোড “সারি ধরম” হিসাবেই মান্যতা দিয়ে বিধানসভা অধিবেশনে বিল পাশ করতে হবে।
● সপ্তমত: কবিগুরু সাধুরামচাঁদ মুরমু(ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়) কে সাঁওতালী মাধ্যমের বিশ্ববিদ্যালয় হিসাবে চালু রাখতে হবে।
● অষ্টমত: পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসী এলাকায় অবস্থিত I.C.D.S Centre গুলিকে সাঁওতালী মাধ্যম হিসাবে চালু করতে হবে।
উপরিউক্ত সমস্ত দাবি গুলোকে বিধানসভার অধিবেশনে তুলে ধরার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখা হইল।