শনিবার (৩১/০৭/২০২১) সকাল ৮ টার সময়, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩নং ব্লকের সর্ব্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের আদিবাসী এস. টি. সেলের পক্ষ থেকে বিধায়ক ও ক্ষুদ্র, মাঝারি বস্ত্র কুটির শিল্পের প্রতিমন্ত্রী মাননীয় শ্রী শ্রীকান্ত মাহাতো মহাশয়কে গন ডেপুটেশনের মাধ্যমে স্মারকলিপি জমা দেওয়া হল| এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন – গড়বেতা 3নং ব্লক সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস শাখা সংগঠন S T সেল সভাপতি সমীর হেমব্রম এবং অঞ্চল সভাপতিগন – সুধীর মান্ডি, সঞ্চয় সরেন, ভুষন টুডু, শম্ভু হেমরম, বাপ্পা হেমরম, জঞ্জেশ্বর টুডু, অমল হেমরম, 4 নং অঞ্চল প্রধান নির্মল কুমার মান্ডি, সনাতন সরেন এবং 2 নং ব্লক নেতৃত্ব ও 1 নং ব্লক নেতৃত্ব এবং সমস্ত S T সেল কর্মিসহ আর ও অনেক নেতৃত্ব বৃন্দ|