গত ০১ লা ডিসেম্বর ২০১৯ খড়গপুরে অনুষ্ঠিত হল ভারত দিশম মাঝি মাডোয়ার পশ্চিম মেদিনীপুর জেলার সাংগঠনিক সভা| এই সভায় জেলার ১৮ টি ব্লক থেকে ভারত দিশম মাঝি মাডোয়ার নেতা-কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন| এই সভায় উপ|স্থিত নেতা-কর্মী-সমর্থকদের খাওয়া দাওয়ার ব্যাবস্থা ছিল| এই সভায় উপস্থিত ছিলেন ভারত দিশম মাঝি মাডোয়ার রাজ্য সভাপতি পিকু মান্ডি ও দিশম গোডেৎ সলিল মান্ডি মহাশয়|
এই সভায় আদিবাসী সাঁওতাল সমাজের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বিশেষ করে সাঁওতালি মিডিয়াম শিক্ষার পরিস্থিতি নিয়ে| এই সভায় সিদ্ধান্ত হয় আগামি দিনে ভারত দিশম মাঝি মাডোয়ার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে বিডিও ও অন্যান্য সরকারি আধিকারিকদের কাছে ডেপুটেশন দেওয়া হবে|