LOADING

বীরভূম জেলায় ডোম সমাজের আলোচনা সভা|

Spread the love

গত ০১ লা অক্টোবর, ২০২৩ বীরভূম ডোম সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের অন্তর্গত হজরতপুর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে ডোম সমাজ কল্যাণ সমিতির এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে ডোম সমাজের সংবদ্ধ জীবন যাপন, শিক্ষার বিস্তার এবং অন্যান্য বিষয়ে আলোচনা করা হয় । এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরভূম ডোম সমাজ কল্যাণ সমিতির সভাপতি রাজেশ বীরবংশী মহাশয়, সম্পাদক চরন ডোম মহাশয়, মহিলা নেত্রী ইন্দ্রানী বীরবংশী মহাশয়া, বিশেষ সদস্য বাচ্চু বাদ্যকর মহাশয়, সভার উদ্যোক্তা রাজা বাদ্যকর মহাশয়, পশ্চিম বর্ধমান ডোম সমাজ কল্যাণ সমিতির সভাপতি মনোরঞ্জন বাদ্যকর মহাশয় ও পশ্চিম বর্ধমান জেলা সঞ্চালক বাবলু বাদ্যকর মহাশয় (সাচ্চু), পশ্চিম বর্ধমান বাদ্যকর (ডোম) সমাজ কল্যাণ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ|

Loading