মহামারী করোনা বা কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া রুখতে সারা দেশ জুড়ে লকডাউন হওয়াতে অসংগঠিত ক্ষেত্রের দিনমজুর ও শ্রমিকেরা কাজ হারিয়েছেন| এই অবস্থাতে তারা কঠিন সময়ের মধ্য দিয়ে জীবনধারণ করছেন। অসংগঠিত ক্ষেত্রের কাজ হারানো দিনমজুর ও শ্রমিকেরা যাদের অন্য কোনো উপার্জনের পথ নেই, তাদের এই চরম সংকটে সাহায্য করার জন্য পশ্চিমবাংলা রাজ্য সরকার “প্রচেষ্টা প্রকল্প” নামে একটা নতুন যোজনা চালু করেছে। এই “প্রচেষ্টা প্রকল্পে” এককালীন ১,০০০/- টাকা সাহায্য পাওয়া যাবে।
নিচে উল্লেখ করা শর্তাবলী পূরণ করলে এই প্রচেষ্টা প্রকল্পে আবেদন করা যাবে –
১) শ্রমিক/দিনমজুর কে পরিবারের একমাত্র উপার্জনকারী হতে হবে।
২) শ্রমিক/দিনমজুর কে রাজ্য সরকারের কোনো সামাজিক প্রকল্প যেমন সামাজিক পেনশন প্রকল্প (বার্ধক্য পেনশন, বিধবা বা বিকলাঙ্গ পেনশন) এছাড়াও সামাজিক সুরক্ষা যোজনা (SSY) ইত্যাদি স্কিমের সুবিধাভোগী হওয়া যাবে না|
৩) পরিবার থেকে কেবলমাত্র একজনই ব্যক্তি এই স্কিমের জন্য উপযুক্ত। স্বামী, স্ত্রী এবং অবিবাহিত সন্তান নিয়ে একটি পরিবার ধরা হবে এই স্কিমে।
৪) আবেদনকারী সত্যিই করোনা পরিস্থিতিতে কাজের সুযোগ হারিয়েছেন এবং তার আর অন্য কোনো উপার্জনের পথ নেই এই বিষয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট/কমিশনার, কেএমসি কে সন্তুষ্ট হতে হবে।
৫) যে কারণে শ্রমিক চরম সংকটময় পরিস্থিতিতে রয়েছে সেটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট/কমিশনার এর কাছে বিশ্বাসযোগ্য হতে হবে।
জেলার ক্ষেত্রে জেলাশাসক এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দা হলে কমিশনার, KMC এর কাছে (ফর্ম্যাট – Annexure-A অনুযায়ী) আবেদনকারী ব্যাক্তিদের আবেদনপত্রটি ব্যক্তিগতভাবে জমা দিতে হবে।
আবেদনপত্র টি বিনামূল্যে পাওয়া যাবে। আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন জমা দিতে হবে। এই প্রকল্পটি ১৫ এপ্রিল ২০২০ থেকে শুরু হয়ে ১৫ মে ২০২০ অবধি কার্যকর থাকবে|
এই প্রকল্পের নোডাল দপ্তর হল শ্রম দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার| বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার| বিজ্ঞপ্তি নম্বর : 1572-F(Y), তারিখ : ১০ এপ্রিল ২০২০| বিজ্ঞপ্তি প্রকাশের ওয়েবসাইট লিংক / তথ্য সূত্র : www.wb.gov.in