LOADING

পশ্চিমবাংলা রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্প – স্বাস্থ্য সাথী প্রকল্প।

Spread the love
পশ্চিমবাংলা রাজ্য সরকারের আদেশসানুসারে পশ্চিমবাংলার সমস্ত সরকারি হাসপাতালগুলিতে সাধারণ জনগণের চিকিৎসা সম্পূর্ণ রুপে বিনামূল্যে করা হয়। সেই সঙ্গে কিছু জটিল ও ব্যায়বহুল চিকিৎসার জন্য পশ্চিমবাংলা রাজ্য সরকার চালু করেছে “স্বাস্থ্যসাথী প্রকল্প”। এই “স্বাস্থ্যসাথী প্রকল্প” প্রকল্প অনুসারে রাজ্যে কিছু চিহ্নিত বেসরকারি হাসপাতালে ১.৫. লক্ষ টাকা অবধি চিকিৎসা করানো যাবে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাইমারী এবং সেকেন্ডারী সরকারী স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা এই প্রকল্পের আওতায় থাকবেন। তাঁরা বিনা খরচে চিকিৎসা পাবেন। শিক্ষক বা শিক্ষাকর্মী ছাড়াও, কন্ট্র্যাকচুয়াল হোমিওপ্যাথি চিকিৎসক, আয়ুশ চিকিৎসক, প্যাথোলজিস্ট, আর্বান ডেভেলপমেন্টের সঙ্গে যুক্ত কর্মীরা আর মিউনিসিপাল বোর্ডের সঙ্গে যুক্ত কাউন্সিলররাও এই প্রকল্পের সুবিধের আওতায় আসবেন। এই ইনস্যুরেন্স স্কিম অনুযায়ী, প্রকল্পের আওতাধীন মানুষদের যে কোনও প্রাইভেট হাসপাতালে দেড় লক্ষ টাকা পর্যন্ত ‘ক্যাসলেস’চিকিৎসা করানোর সুযোগ রয়েছে। আর যদি কেউ দীর্ঘ দিনের রোগ যেমন ক্যানসারের মতো রোগের চিকিৎসা করাতে যান, তাহলে তার জন্য পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ থাকছে। এটাও সঙ্গে বলার যে, যিনি কাজ করছেন, তার সঙ্গে তাঁর পিতা-মাতা, স্ত্রী বা সন্তানও এই প্রকল্পের আওতায় আসবে। বিস্তারিত জানার জন্য লগ ইন করুন http://swasthyasathi.gov.in/

Loading